×

বিনোদন

ইতিহাসবিদ খুঁজছে ভারতের কেন্দ্রীয় সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০১৭, ০৭:১৪ পিএম

গুনী নির্মাতা সঞ্জয় লীলা বনশালীর পদ্মাবতীতে সব ঐতিহাসিক তথ্য ঠিকঠাক দেখানো হয়েছে কিনা তা নামী ইতিহাসবিদদের দিয়ে যাচাই করতে চায় ভারতের কেন্দ্রীয় সরকার। জানা গেছে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ ব্যাপারে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সাহায্য চেয়েছে।

মানব সম্পদ উন্নয়ন মন্ত্রণালয় যোগ্য ইতিহাসবিদদের নাম প্রস্তাব করবে, যাদের নিয়ে গঠিত সেন্সর বোর্ড প্যানেল পর্যালোচনা করবে ছবিটির।

জানা গিয়েছে, সেন্সর বোর্ড এ ব্যাপারে চিঠি লেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে। চিঠিতে বলা হয়, পদ্মাবতী নিয়ে যেহেতু বহু মহল থেকে প্রতিবাদ উঠেছে, তাই ছাড়পত্র দেওয়ার জন্য কয়েকজন ইতিহাসবিদকে তারা ছবিটি দেখাতে চায়। তাই মন্ত্রণালয়কে তারা অনুরোধ করে, কয়েকজন ইতিহাসবিদকে এ ব্যাপারে সম্মত করাতে।

বনশালীর বিরুদ্ধে অভিযোগ, তার বহুল আলোচিত পদ্মাবতী ছবিতে ইতিহাস বিকৃত করে দেখানো হয়েছে, রাজপুত রানি পদ্মিনী ও সুলতান আলাউদ্দিন খিলজির মধ্যে একটি স্বপ্নদৃশ্য রয়েছে। যদিও ছবি নির্মাতারা অস্বীকার করেছেন এই অভিযোগ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App