×

খেলা

ম্যাচের আগে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ১০:৪৭ পিএম

মাঠে ফুটবলারদের কাছ থেকে তাদের সেরাটা আদায় করে নেয়ার জন্য দলের কোচেরা কত কিছুই না করেন। দলের খেলোয়াড়দের চাঙা রাখার জন্য ম্যাচের আগের রাতে নাইটক্লাবে যাওয়া কিংবা টিম হোটেলের বাইরে যাওয়ার মতো নিষেধাজ্ঞাগুলো প্রায় সময়ই দেখা যায়। তবে এবার যেন সব কিছুকেই ছাড়িয়ে গিয়েছেন রাশিয়ান ক্লাব স্পার্টাক মস্কোর ফিজিওর আরোপ করা এক নিষেধাজ্ঞা। ক্লাবটির ফুটবলারদের ওপর অদ্ভুত এক নিষেধাজ্ঞা আরোপ করেছেন ক্লাবের ফিজিও ভিক্টোরিয়া গামেভা। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে স্পার্টার্ক মস্কোর ফ্টুবলারদের ওপর এমন নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। ক্লাবের ফুটবলারদের ওপর এমন অদ্ভুত নিষেধাজ্ঞা আরোপ করার বিষয়ে ভিক্টোরিয়া গামেভা নামে স্পার্টাক মস্কোর এ নারী ফিজিও বলেন, শারীরিক সম্পর্ক পুরুষের কাজ করার ক্ষমতাকে হ্রাস করে। আমাদের দলের ফুটবলারদের ওপর যেন মাঠে এর কোনো প্রভাব না পড়ে, সে জন্যই এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি আরো বলেন, কোনো ম্যাচে মাঠে নামার কয়েক দিন আগে থেকে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকলে ফুটবলারদের মধ্যে কোনো ধরনের ক্লান্তি থাকবে না এবং তা মাঠে তাদের ভালো পারফর্মেন্স করার ক্ষেত্রে প্রভাব ফেলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App