×

জাতীয়

নির্বাচনের নামে সন্ত্রাস করলে ফল ভালো হবে না : হানিফ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ০৮:২২ পিএম

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড করলে তাদের জন্য ভালো হবে না। তিনি বলেন, মঙ্গলবার বিএনপির নেতা-কর্মীরা গাড়ি ভাঙচুর করে প্রমাণ করেছে যে তাদের গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই। তারা সুযোগ পেলেই নাশকতা করে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। তার কোনো ব্যত্যয় হবে না।

আজ বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় কালচারাল রিপোটার্স এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এসোসিয়েশনের সভাপতি অভি রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক এমপি।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। কারণ তারা গত জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ না করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

দেশের জনগণের ওপর বিএনপির কোন আস্থা নেই বলেই তারা সন্ত্রাস ও নাশকতার পথ বেছে নেয়। কিন্তু আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তাতে জনগণের ওপর আস্থা রয়েছে। দেশের জনগণ আবারো আওয়ামী লীগকে নির্বাচিত করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App