×

খেলা

দিল্লি টেস্ট ড্র, ভারতের সিরিজ জয়ের রেকর্ড

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০১৭, ০৭:০৭ পিএম

ধনঞ্জয়-সিলভার ব্যাটিংয়ে পঞ্চম দিন তথা শেষ দিনে আটকে গেল ভারত৷ দারুণ লড়ে দিল্লিতে তৃতীয় টেস্ট ড্র করে মাঠ ছাড়ল সফরকারী শ্রীলঙ্কা৷ ভারত সিরিজ জিতল ১-০ ব্যবধানে৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতে টানা নটি টেস্ট সিরিজ জয়ের নজির গড়ল কোহলির ভারত৷

শেষ দিনে সাত উইকেট তুলে নিয়ে সিরিজ ২-০ করার সুযোগ ছিল কোহলিদের সামনে৷ কিন্তু পঞ্চম দিনের শুরু থেকেই ক্রিজে থেকে দুর্দান্ত জবাব দেয় লঙ্কান ব্যাটসম্যানরা৷৩ উইকেটে ৩১ রান নিয়ে ব্যাট করতে নেমে দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা তোলে ২৯৯৷ ৮৭ ওভার বল করে ভারতীয় বোলারদের ঝুলিতে এল মাত্র দুটি উইকেট৷

কোটলায় প্রথম ইনিংসে শতরান করা ম্যাথিউজকে প্রথম সেশনেই এক রানে সাজঘরে ফিরিয়ে শুরুটা ভালই করেছিল ভারত৷ এরপর শ্রীলঙ্কান ইনিংসের হাল ধরেন ধনঞ্জয়-চাঁদিমল৷ পঞ্চম উইকেটে দু’জনের জুটিতে আসে ১১২ রান৷

ভারতের নির্বিষ বোলিংয়ের বিরুদ্ধে এরপর রোসেন- ধনঞ্জয় জুটি তোলে ৫৮ রান৷ শেষদিকে সপ্তম উইকেটে রোসেন-ডিকওয়েলার জুটিতে সংগ্রহ ৯৪৷ তিনটি মোক্ষম পার্টনারশিপে ভর করেই ম্যাচ ড্র করে দেয় শ্রীলঙ্কা৷

ব্যাক্তিগত ১৩ রানের পুঁজি নিয়ে দিন শুরু করে শতরান হাঁকালেন ধনঞ্জয় ডিসিলভা৷ টেস্টে কেরিয়ারের তৃতীয় শতরান হাঁকিয়ে ফেললেন ডানহাতি এই ব্যাটসম্যান৷২১৯ বলে ১১৯ রানের ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছালেন ধনঞ্জয়৷ তাঁর ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও একটি ছয়ের সাহায্যে৷

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App