×

খেলা

সিরিজ জয়ের পথে ভারত

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০১৭, ০৬:৪১ পিএম

ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে দিল্লিতে। আজ ছিল ম্যাচের চতুর্থ দিন। ৪১০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার মঙ্গলবার দিন শেষে সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৩১ রান। অর্থাৎ, ম্যাচটিতে জিততে হলে শেষদিন শ্রীলঙ্কাকে করতে হবে ৩৭৯ রান। আর জিততে হলে ভারতকে নিতে হবে সাতটি উইকেট।

ম্যাচে এগিয়ে ভারতই। শেষদিন জাদেজা-অশ্বিনদের সামনে শ্রীলঙ্কা কতটুকু লড়াই করতে পারে এখন সেটিই দেখার বিষয়। ভারত যদি এই ম্যাচে জয় পায় তাহলে তারা সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নিবে।

গত ২ ডিসেম্বর ম্যাচের প্রথমদিন টস জিতে ব্যাট করতে নামে ভারত। প্রথম ইনিংসে তারা সাত উইকেট হারিয়ে ৫৩৬ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ডাবল সেঞ্চুরি (২৪৩ রান) করেন।

এরপর শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৩৭৩ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। তারপর ভারত তাদের নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে ইনিংস ডিক্লেয়ার করে।

সংক্ষিপ্ত স্কোর

চতুর্থ দিন শেষে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ৩৭৯ রান, হাতে সাত উইকেট।

ভারত প্রথম ইনিংস: ৫৩৬/৭ডি (১২৭.৫ ওভার)

(মুরালি বিজয় ১৫৫, শিখর ধাওয়ান ২৩, চেতেশ্বর পূজারা ২৩, বিরাট কোহলি ২৪৩, অজিঙ্কা রাহানে ১, রোহিত শর্মা ৬৫, রবীচন্দ্রন অশ্বিন ৪, ঋদ্ধিমান সাহা ৯*, রবীন্দ্র জাদেজা ৫*; সুরঙ্গা লাকমল ০/৮০, লাহিরু গ্যামেজ ২/৯৫, দিলরুয়ান পেরেরা ১/১৪৫, লক্ষণ সান্দাকান ৪/১৬৭, ধনঞ্জয়া ডি সিলভা ০/৪৮)।

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৭৩ (১৩৫.৩ ওভার)

(দিমুথ করুণারত্নে ০, দিলরুয়ান পেরেরা ৪২, ধনঞ্জয়া ডি সিলভা ১, অ্যাঞ্জেলো ম্যাথুজ ১১১, দিনেশ চান্দিমাল ১৬৪, সাদিরা সামারাবিকরামা ৩৩, রোশেন সিলভা ০, নিরোশান ডিকওয়েলা ০, সুরঙ্গা লাকমল, লাহিরু গ্যামেজ ১, লক্ষণ সান্দাকান ০*; মোহাম্মদ শামি ২/৮৫, ইশান্ত শর্মা ৩/৯৮, রবীন্দ্র জাদেজা ২/৮৬, রবীচন্দ্রন অশ্বিন ৩/৯০)।

ভারত দ্বিতীয় ইনিংস: ২৪৬/৫ডি (৫২.২ ওভার)

(মুরালি বিজয় ৯, শিখর ধাওয়ান ৬৭, অজিঙ্কা রাহানে ১০, চেতেশ্বর পূজারা ৪৯, বিরাট কোহলি ৫০, রোহিত শর্মা ৫০*, রবীন্দ্র জাদেজা ৪*; সুরঙ্গা লাকমল ১/৬০, লাহিরু গ্যামেজ ১/৪৮, দিলরুয়ান পেরেরা ১/৫৪, ধনঞ্জয়া ডি সিলভা ১/৩১, লক্ষণ সান্দাকান ১/৫০)।

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৩১/৩ (১৬ ওভার)

(দিমুথ করুণারত্নে ১৩, সাদিরা সামারাবিকরামা ৫, ধনঞ্জয়া ডি সিলভা ১৩*, সুরঙ্গা লাকমল ০, অ্যাঞ্জেলো ম্যাথুজ ০*; ইশান্ত শর্মা ০/৬, মোহাম্মদ শামি ১/৮, রবীচন্দ্রন অশ্বিন ০/১২, রবীন্দ্র জাদেজা ২/৫)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App