×

তথ্যপ্রযুক্তি

ফেইস রিকগনিশন আনছে হুয়াওয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৭, ১২:০৪ পিএম

অ্যাপলের ফেইস আইডি প্রযুক্তিকে চ্যালেঞ্জ করেছে চীনা স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে।প্রতিষ্ঠানটিও এবার তাদের স্মার্টফোনে ফেইস আইডি নিয়ে আসছে। আর দাবি করছে তাদের সেই ফেইস আইডি হবে অ্যাপলের ফেইসআইডি ক্যামেরার চেয়ে অনেক উন্নত।আইফোন ১০ এ ব্যবহার করা ট্র‌ু-ডেপথ ক্যামেরা অ্যান্ড্রয়েডে ব্যবহৃত সকল প্রযুক্তির চেয়ে অনেক এগিয়ে রয়েছে বলে বিশেষজ্ঞরা দাবি করে আসছেন।তবে হুয়াওয়ে তাদের অনার ভি১০ উদ্বোধনের সময় আরও উন্নত প্রযুক্তির ক্যামেরা আনার কথা তাদের একটি ভিডিওতে দেখিয়েছে।ক্যামেরাটি কাজ করবে অ্য়াপলের মতই গভীরতা নির্ণয় করার মাধ্যমে। এর জন্য একটি ইনফ্রারেড প্রজেক্টর ও সেন্সর এর মধ্যে রয়েছে। তবে যেখানে আইফোন ১০ এ রয়েছে মাত্র ৩০ হাজার পয়েন্ট স্ক্যান করার সুবিধা, সেখানে হুয়াওয়ে ৩ লাখ পয়েন্টে স্ক্যান করতে সক্ষম বলে দাবি করছে।বলা হচ্ছে, মাত্র ৪০০ মিলিসেকেন্ডে স্ক্যান করতে সক্ষম প্রযুক্তিটি ভবিষ্যতে ফোনে লেনদেনের সময় ব্যবহারকারীকে শনাক্ত করার কাজেও ব্যবহার করা যাবে। তবে ঠিক কবে নাগাদ প্রযুক্তিটি ফোনে ব্যবহার করা শুরু হবে তা জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App