×

তথ্যপ্রযুক্তি

স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে হতে পারে মস্তিষ্ক ক্যান্সার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০১৭, ১২:৪৬ পিএম

স্মার্টফোন ব্যাবহার স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর? সাম্প্রতিক এক গবেষণা সামনে এনেছে চাঞ্চল্যকর তথ্য। এক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, মুম্বাই আইআইটির এক প্রফেসর সম্প্রতি এই বিষয়ে একটি গবেষণা করেছিলেন। সেই গবেষণায় তিনি দাবি করেন, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার মস্তিষ্কে ক্যান্সারের মতো ভয়াবহ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কয়েকগুণ বাড়িয়ে দেয়। প্রফেসর গিরিশ কুমার আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে গিয়ে ‘রেডিয়েশন হ্যাজার্ডস অফ সেল ফোন’ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে স্মার্টফোনের কুপ্রভাব সম্পর্কে বিস্তারিত জানান। তরুণ প্রজন্মকে সাবধান করে তিনি বলেন, দিনে ৩০ মিনিটের বেশি যেন কেউ স্মার্টফোন ব্যবহার না করেন। এটা করলে বিপদ বাড়বে। এমনকী সেই সংক্রান্ত একটি রিপোর্টও তিনি সম্প্রতি ভারত সরকারের কাছে জমা দিয়েছেন। শুধু মস্তিষ্কে ক্যান্সার নয়, মোবাইল ফোন থেকে বেরনো ফ্রি র‍্যাডিকালস পুরুষের প্রজনন ক্ষমতার উপরেও প্রভাব ফেলে বলে দাবি করেছেন ওই শিক্ষক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App