×

তথ্যপ্রযুক্তি

ফেইস আনলক পাচ্ছে ওয়ানপ্লাস ৫

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৭, ১২:৪৭ পিএম

ফোন নির্মাতা ওয়ানপ্লাসের সর্বশেষ মডেল ওয়ানপ্লাস ফাইভ-টি এর অন্যতম ফিচারের একটি ফেইস রিকগনিশন।ব্যবহারকারীর চেহারা স্ক্যান করে ফোন আনলক করার ব্যবস্থাটি দ্রুত ও নির্ভরযোগ্যভাবে কাজ করার ফলে এর মাঝেই বেশ সুনাম কুড়িয়েছে। বিশেষত সামনের ক্যামেরা ছাড়া অন্য কোনও হার্ডওয়্যার ব্যবহার না করেই ফিচারটি যুক্ত করাকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।সম্প্রতি ওয়ানপ্লাস ৫ এর একটি গোপন আপডেট ফাঁস হয়ে যাওয়ার পর তার এই ফিচার দেখা গেছে। ওয়ানপ্লাস ৫ এর জন্য ওরিও খুব দ্রুতই আসছে। ফাঁসকৃত এই আপডেট তারই প্রমাণ।এর আগের ফাঁস হওয়া আপডেটের সঙ্গে এটির মূল পার্থক্য এই ফেইস আনলক যুক্ত হওয়া এবং ভিডিও রেকর্ডিং কাজ করা।ওয়ানপ্লাসের ভাষ্য অনুযায়ী, চলতি নভেম্বর মাসেই ওরিওর পরীক্ষামূলক সংস্করণ ওয়ানপ্লাস ৫ এর জন্য় ছাড়া হবে, ওয়ানপ্লাস ৫টি তা পাচ্ছে ডিসেম্বরে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App