×

বিনোদন

বারী সিদ্দিকীকে উৎসর্গ করে চলচ্চিত্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৭, ০৩:৩৯ পিএম

বছর তিনেক আগে মুক্তি পাওয়া ‘সুতপার ঠিকানা’ দিয়ে নিজের জাত চিনিয়ে ছিলেন প্রসূন রহমান। এরপর ঘোষণা দেন ট্রিলজি ‘ঢাকা ড্রিম’-এর। আর সেই সিনেমা উৎসর্গ করা হবে বারী সিদ্দিকীকে সম্মান জানিয়ে। প্রত্যন্ত অঞ্চল থেকে উন্নত জীবন ও জীবিকার সন্ধানে ঢাকায় আসা মানুষের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ঢাকা ড্রিম’। বারী সিদ্দিকীর মৃত্যুদিনে নির্মাতা ঘোষণা দিলেন চলচ্চিত্রটি উৎসর্গের। চলচ্চিত্রটির যাত্রাও শুরু হয়েছিল বারী সিদ্দিকীর গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে। বারী সিদ্দিকীর কণ্ঠ দেওয়া গানটির কথা এমন— ‘একদিন আমারও ছিলরে ঘর, আমার ছিল ঘর। নদীর স্রোতে ভাইঙ্গা নিলো ভাঙ্গিল অন্তর..’। সুর ও সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ। বারী সিদ্দিকীকে উৎসর্গ প্রসঙ্গে প্রসূন বলেন, “প্রান্তিক মানুষের নগর কেন্দ্রিক স্বপ্নকে ঘিরে যে চলচ্চিত্র তা আমরা উৎসর্গ করবো গণমানুষের প্রিয় কন্ঠস্বর বারী সিদ্দিকীর স্মৃতির উদ্দেশ্যে। ‘ঢাকা ড্রিম’ এর সাথে সংশ্লিষ্ট সকলের পক্ষ থেকে বারী ভাইয়ের স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা এবং তার বিদেহী আত্মার প্রতি চির শান্তির প্রত্যাশা।” ২০১৬ সালে শুরু হওয়া এ চলচ্চিত্রের নির্মাণ কাজ শেষ হবে ২০১৮ সালের জানুয়ারিতে। সবকিছু ঠিক থাকলে এপ্রিলে মুক্তি পাবে ‘ঢাকা ড্রিম’। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোণায় জন্মগ্রহণ করেন বারী সিদ্দিকী। মাত্র ১২ বছর বয়সেই নেত্রকোণার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে তার আনুষ্ঠানিক তালিম শুরু হয়। তিনি ওস্তাদ আমিনুর রহমান, দবির খান, পান্নালাল ঘোষসহ অসংখ্য গুণীশিল্পীর সরাসরি সান্নিধ্য লাভ করেন। ‘শুয়াচান পাখি’, ‘আমার গায়ে যত দুঃখ সয়’, ‘সাড়ে তিন হাত কবর’, ‘তুমি থাকো কারাগারে’, ‘রজনী’ প্রভৃতি গানের জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন বারী সিদ্দিকী। রাজধানীর স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মারা যান বারী সিদ্দিকী। ১৭ নভেম্বর থেকে ওই হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App