×

খেলা

বাংলাদেশের লক্ষ্য সেরা দশে থাকার

Icon

মাসউদ

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৭, ১১:১০ পিএম

বঙ্গবন্ধু স্টেডিয়ামে গতকাল থেকে শুরু হয়েছে ২০তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আসর, ৩৩ দলের এই প্রতিযোগিতা চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এশিয়ার শীর্ষ দেশগুলো এই আসরে অংশ নিচ্ছে। এর মধ্যে দক্ষিণ কোরিয়া, জাপান, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ইরান অন্যতম। এদের মধ্যে তিনজন অলিম্পিক পদক জয়ীও আছেন। তিনজনই দক্ষিণ কোরিয়ার, যার মধ্যে দুজন মহিলা এবং একজন পুরুষ আর্চার। রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে একক, দ্বৈত এবং মিশ্র ইভেন্টে হবে প্রতিযোগিতা। প্রথমবারের মতো এশিয়ান আর্চারির সর্বোচ্চ প্রতিযোগিতা আয়োজন করছে বাংলাদেশ। নিজেদের মাঠে খেলা বলেই বাংলাদেশের লক্ষ্য ৩৩ দেশের মধ্যে সেরা দশে থাকা। রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগের ১০টি ইভেন্টের জন্য বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে ১৮ জনের দল ঘোষণা করেছে ফেডারেশন। এই চ্যাম্পিয়নশিপের মধ্যেই হবে আগামী বছর আর্জেন্টিনায় হতে যাওয়া যুব অলিম্পিকের বাছাই। এ জন্যও চারজনের দল দিয়েছে বাংলাদেশ। এশিয়ান আর্চারিতে বাংলাদেশের কোনো পদক নেই। [caption id="attachment_15879" align="aligncenter" width="772"] রোমান সানা[/caption] ২০১৫ সালে থাইল্যান্ডের ব্যাংককে হওয়া প্রতিযোগিতায় রিকার্ভ বোয়ে সেরা আটে উঠেছিলেন রোমান সানা। গত জানুয়ারিতে নিজেদের মাঠে হওয়া আইএসএসএফ ইন্টারন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ বোয়ের দলগত ইভেন্টের সোনা জেতা রোমান জানালেন ভালো কিছুর আশাবাদ। আইএসএসএফ ইন্টারন্যাশনাল আর্চারি চ্যাম্পিয়নশিপের গত আসরে দলগত ইভেন্টের পাঁচটি সোনার সবগুলোর সঙ্গে হীরা মনির হাত ধরে মেয়েদের রিকার্ভের সোনা জিতেছিল বাংলাদেশ। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব আহমেদ চপল সেরা দশে থাকার কথা জানান। কোচ নিশীথ দাসেরও আস্থা আছে শিষ্যদের ওপর। [caption id="attachment_15880" align="aligncenter" width="784"] বিউটি রায়[/caption] মেয়েদের ইভেন্টে প্রত্যাশা থাকবে বিউটি রায়কে নিয়ে। এসএ গেমসে রুপাজয়ী এই আর্চার ঢাকায় হওয়া সর্বশেষ আন্তর্জাতিক আর্চারিতেও সোনা জিতেছেন দলগত ইভেন্টে। এশিয়ান চ্যাম্পিয়নশিপের কঠিন লড়াইয়ে নামার আগে বিউটি তার প্রস্তুতি ও প্রত্যাশা নিয়েই কথা বলেছেন। রিকার্ভ পুরুষ দল : রোমান সানা, ইব্রাহিম শেখ রেজওয়ান, তামিমুল ইসলাম এবং হাকিম আহমেদ রুবেল। রিকার্ভ নারী দল : বিউটি রায়, রাদিকা আক্তার শাপলা, নাসরিন আক্তার এবং রাবেয়া খাতুন।   [caption id="attachment_15882" align="aligncenter" width="955"] তিনটি অলিম্পিক সোনাজয়ী কোরিয়ান আর্চার কি বো-বে[/caption] বাংলাদেশসহ ৩৩ দেশের আর্চারদের পদচারণায় মুখরিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মঞ্চ এখন রঙিন। সবার উপস্থিতিতেই ওয়ার্ল্ড আর্চারি এশিয়ান কংগ্রেস হলো। ঢাকায় অনুষ্ঠিত কংগ্রেস শেষে নির্বাচনে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক চপল ৩২ ভোটের মধ্যে ২৮ ভোট পেয়ে এক নম্বর সহসভাপতি নির্বাচিত হয়েছেন। তীর-ধনুকের খেলাটিতে আরো এগিয়ে যাবে বাংলাদেশ। সেই আশাই করছেন তিনি। ফেডারেশনের জন্য স্থায়ী জমি বরাদ্দে প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন, সেটির প্রক্রিয়া আরো তরান্বিত হবে বলেও বিশ্বাস এশিয়ান আর্চারির সহসভাপতি রাজীব উদ্দিন চপলের। এ ছাড়া গঠনতন্ত্র কমিটিতে মাহফুজুর রহমান সিদ্দিকী সদস্য নির্বাচিত হয়েছেন। প্যারা আর্চারি কমিটিতে আনিসুর রহমান সদস্য, টার্গেট আর্চারি কমিটিতে রশিদুজ্জামান সেরনিয়াবাত চেয়ারম্যান, জাজ কমিটিতে ফারুক ঢালী এবং স্পোর্টস সায়েন্স ও মেডিকেল কমিটিতে ডা. এহছানুল করিম চেয়ারম্যান হয়েছেন। এমন বড় আসরে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তার বিষয়টি থাকবে সবার আগে। আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম নিরাপত্তা নিয়ে জানালেন তাদের ভিন্ন পরিকল্পনার কথা, দলগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে। নিরাপত্তার বিষয়ে পুলিশের উচ্চপর্যায়ের সঙ্গে আমাদের কথা হয়েছে। নিরাপত্তার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণের জন্যও বলা হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকানপাট বন্ধ করার প্রয়োজন নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App