×

বিনোদন

আজ তির্যকের তিনদিনব্যাপী নাট্যমেলা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৭, ০৩:৩৪ পিএম

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় চট্টগ্রামের অন্যতম নাট্যদল তির্যকের তিনদিনব্যাপী নাট্যমেলা শুক্রবার সন্ধ্যায় শুরু হচ্ছে । এ আয়োজনে সম্মাননা দেওয়া হবে ফেরদৌসী মজুমদার ও নাসির উদ্দিন ইউসুফকে। উদ্বোধন করবেন আলী যাকের। তির্যকের প্রধান আহমেদ ইকবাল হায়দার জানান, জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের বাইরে লবিতে থাকবে নাট্য স্মারক প্রদর্শনী। এই প্রদর্শনীর উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। তিনি বলেন, “তীর্যকের ৪৪ বছরে পদার্পণ উপলক্ষে শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলায় তিনটি প্রযোজনা মঞ্চস্থ হবে। এগুলো হলো বিসর্জন, ইডিপাস ও তরঙ্গভঙ্গ। প্রথমদিন সম্মাননা প্রদান শেষে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনের মঞ্চস্থ হবে রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘বিসর্জন’।” উদ্বোধনী আসরে শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান। শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘নাট্যভাবনা আদান প্রদান’ শীর্ষক এক সেমিনারে অংশ নেবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার ও নাসির উদ্দিন ইউসুফ। সন্ধ্যায় মঞ্চস্থ হবে ‘ইডিপাস’। রোববার বিকাল সাড়ে ৫টায় নাট্যমেলার সমাপনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এদিন পরিবেশিত হবে সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক ‘তরঙ্গভঙ্গ’। পাশাপাশি শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে সংগীত, আবৃত্তি, নৃত্য, মুকাভিনয় ও চট্টগ্রামের লোকগান। ৪৪ বছরে তির্যক ৪৪টি নাটক প্রযোজনা করেছে। এগুলোর প্রদর্শনীর সংখ্যা ২৬১৫। উল্লেখযোগ্য হলো রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম,মাইকেল মধুসূদন দত্ত, শেক্সপিয়র, বার্টোল্ড ব্রেখট, ওলে সোয়েঙ্কা, জে এম সিঞ্জে, জিয়া হায়দার, সেলিম আল দীন ও সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত নাটক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App