×

জাতীয়

ঢিলেঢালা ভাবে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৭, ১১:৩১ এএম

ঢিলেঢালা ভাবে খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র ডাকা সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হচ্ছে।   সংস্কারপন্থিদের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে সংগঠনটি মাদকসন্ত্রাস ও দুর্বৃত্ত প্রতিরোধ কমিটি’র ব্যানারে এই সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে। অবরোধের কারণে দুরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরতলীর বেশ কয়েকটি জায়গায় অবরোধ আহ্বানকারীদের পিকেটিং করার খবর পাওয়া গেছে। অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশ জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। উল্লেখ্য, পাহাড়ে পূর্ণস্বায়ত্ত শাসনের জন্য আন্দোলনের ১৯ বছরের মাথায় ইউপিডিএফ’এ প্রকাশ্যে দ্বিধা বিভক্তি দেখা দিয়েছে।বুধবার সকালে খাগড়াছড়ির একটি কমিউনিটি সেন্টারে দলটির সংস্কারপন্থিদের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। বৈঠক থেকে ইউপিডিএফের বর্তমান রাজনৈতিক কার্যকলাপ অগণতান্ত্রিক উল্লেখ করে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App