×

জাতীয়

চবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০১৭, ০৭:৪৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধ্যাপক ড. এ টি এম রফিকুল হক নামে ফরেস্ট্রি ইনস্টিটিউটের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে প্রথম সেমিস্টারের এক ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে ইনস্টিটিউটের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেন। এরআগেও এ ধরনের বিষয় নিয়ে ফরেস্ট্রি ইনস্টিটিউটের দ্বিতীয় সেমিস্টারের এক ছাত্রী অভিযোগ করেছিল। ফরেস্ট্রি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. দানেশ মিয়া যৌন হয়রানির অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘এ ব্যাপারে প্রাথমিকভাবে ইনস্টিটিউট থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। যার প্রধান করা হয়েছে অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমেদকে। কমিটির অন্য সদস্যরা হলেন- অধ্যাপক ড. মোজাফ্ফর হোছাইন, অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন। কমিটিকে যত দ্রুত সম্ভব প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পাশাপশি অভিযুক্ত শিক্ষককে সাময়িকভাবে সব একাডেমিক কর্মকান্ড থেকে বিরত রাখা হয়েছে।’ এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক অধ্যাপক ড. এ টি এম রফিকুল হক বলেন, ‘আমার কিছু বক্তব্যকে তারা ভুলভাবে উপস্থাপন করেছে। আমার ছাত্রদের আমার পিছনে লাগিয়ে দিয়ে কেউ ফায়দা লুটার চেষ্টা করছেন। স্ট্যাডি ট্যুরে আমার সঙ্গে একজন শিক্ষক ছিলেন তিনি সব জানেন। সেখানে এমন কিছু হয়নি যার কারণে আমার বিরুদ্ধে অভিযোগ উঠতে পারে।’ জানা যায়, গত ২৭ অক্টোবর ফরেস্ট্রি ইনস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা কক্সবাজার এলাকায় ট্যুরে যায়। সেখান থেকে ফিরে এক ছাত্রী ইনস্টিটিউটের পরিচালক বরাবর একটি অভিযোগ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App