×

খেলা

বৃষ্টিতে সিলেট-খুলনা পয়েন্ট ভাগাভাগি

Icon

মাসউদ

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৭, ০৪:৪৪ পিএম

বৃষ্টির কারণে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বুধবারের দুপুর ১টার প্রথম ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিপিএলের ১৫তম ম্যাচের একটি বলও মাঠে না গড়ানোয় পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হলো সিলেট সিক্সার্স ও খুলনা টাইটান্সকে। প্রতিকূল আবহাওয়ায় সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের মধ্যকার দ্বিতীয় ম্যাচ নিয়েও বিরাজ করছে শঙ্কা । এ বৃষ্টি ঠিক টি-টোয়েন্টির সাথে যায় না, যেন টেস্টের মেজাজে ঝিরিঝিরি ঝরছে তো ঝরছেই। কখন থামবে তার কোন নিশ্চয়তা নেই। আজকের ম্যাচটি ছিল দু’দলের জন্য জয়ে ফেরার চ্যালেঞ্জ। কিন্তু বৃষ্টি বাধায় মাঠের লড়াইয়ে নামা হলো না। সিলেট পর্বে টানা তিন ম্যাচ জিতে হোম ভেন্যুর শেষ খেলায় ৬ উইকেটে হারের স্বাদ পায় স্বাগতিক শিবির। অন্যদিকে উদ্বোধনী ম্যাচে হেরে যাওয়া ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের কাছে ধরাশায়ী হওয়ার পর ৮ নভেম্বরের ম্যাচটি দিয়েই প্রথম জয় তুলে নেয় খুলনা। টানা দুই ম্যাচ হেরে নিজেদের ফিরে পাওয়ার লড়াইয়ের আশা ছিল সিলেটের। ঢাকা পর্বের প্রথম দিনে (১১ নভেম্বর) ঢাকা ডাইনামাইটসের কাছে (৮ উইকেটে) হেরেছিল। অন্যদিকে, টানা দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানো খুলনা সর্বশেষ ম্যাচে ঢাকার কাছেই হার মানে। পয়েন্ট ভাগাভাগির ফলে ৭পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে চলে গেল সিলেট সিক্সার্স এবং ৫ পয়েন্ট নিয়ে খুলনা টাইটান্স চতুর্থ অবস্থানে।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App