×

আন্তর্জাতিক

গ্রিসে আকস্মিক বন্যায় নিহত ১০

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৭, ০৯:৫৪ পিএম

গ্রিসের এথেন্সে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছে। রয়টার্স জানায়, গত এক সপ্তাহ ধরে চালা ভারী বৃষ্টিপাতের মধ্যে বুধবার নদীর পানি উপচে তীব্রবেগে পাহাড়ের পাদদেশে অবস্থিত দুই শহর নে পেরামোস এবং মানদ্রা ভাসিয়ে নিয়ে যায়। স্থানীয় অনেকেই বাড়ি বা গাড়ির মধ্যে আটকা পড়ে। কেউ কেউ বাড়ির ছাদ বা বারান্দায় আশ্রয় নেয়। সেখানে একটি সেতুর উপর বাসে আটকা পড়া ১২ জনকে উদ্ধার করা হয়। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটাই এ ধরণের সবচেয়ে প্রাণহানিকর ঘটনা। মানদ্রার মেয়র বলেন, “এটা বাইবেলে উল্লেখ করা দুর্যোগের মত। পানির তোড়ে সব কিছু ভেসে যাচ্ছিল।” রয়টার্স জানায়, সড়কগুলোতে বন্ধ পড়ে থাকা ভারী যান, বাস বা গাড়ির অন্তত এক মিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। পানির তোড়ে দেওয়াল এবং সড়ক ভেঙ্গে গেছে। মানদ্রায় দুই নারী ও তিন পুরুষ প্রাণ হারিয়েছে। তাদেরকে নিজ নিজ আবাসস্থলে মৃত পাওয়া গেছে, যাদের বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ। দুইটি ‍মৃতদেহ সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার পশ্চিম আটিকা অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নে পেরামোস ও মানদ্রা শহর ওই অঞ্চলে অবস্থিত। ওই শহর দুইটির মোট জনসংখ্যা প্রায় ২০ হাজার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App