×

আন্তর্জাতিক

রাখাইনের দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে বদলি মিয়ানমারের

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০১৭, ০৬:১৯ পিএম

রাখাইন রাজ্যে সেনাবাহিনীর ইউনিটের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর গণমাধ্যম বিভাগের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

গত ২৫ আগস্ট মিয়ানমারে সেনাবাহিনী রাখাইন রাজ্যে রোহিঙ্গা নিধন অভিযানে নামে। সেনাবাহিনীর অত্যাচার-নির্যাতন থেকে বাঁচতে এ পর্যন্ত ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রাখাইনের পশ্চিমাংশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর জেনারেল মাউং মাউং সোয়েকে বদলি করা হয়েছে। তবে কী কারণে তাকে বদলি করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

মেজর জেনারেল আয়ে লিউইন বলেছেন, ‘আমি তার বদলির কারণ জানি না। বর্তমানে তিনি কোনো দায়িত্বে নেই। তাকে বাহিনীতে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।’

রাখাইনের পশ্চিমাংশের দায়িত্ব ১০ নভেম্বর ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে টিন্ট নাইংকে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আয়ে লিউইন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App