×

ফিচার

প্রস্তুতি নিয়েই ‘বিপিএল’ মাঠে নামতে চাই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০১৭, ১২:১৫ পিএম

দেশের শোবিজ অঙ্গনের প্রিয় মুখ জান্নাতুল ফেরদৌস পিয়া। পিয়া এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনায় থাকবেন। ভোরের কাগজের মুখোমুখি হয়েছিলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শাহনাজ জাহান
মেলা : আপনার এই সময়ের ব্যস্ততার খবর জানতে চাই? পিয়া : এখন ব্যস্ততা বিপিএলকে ঘিরে। বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও নবাগত সিলেট সিক্সারসের ম্যাচ দিয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছে এবারের বিপিএল। এই লিগের মধ্য দিয়ে অভিষেক হলো নতুন ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এ নিয়ে প্রথমবারের মতো তিনটি ভেন্যুতে বিপিএল ম্যাচ হতে যাচ্ছে। অপর দুই ভেন্যু ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। বিপিএল উপস্থাপনায় আমাকে দেখা যাবে। এছাড়া পড়ালেখার ব্যস্ততাও আছে। মেলা : প্রথম খেলার অনুষ্ঠান উপস্থাপনা করছেন। এই অনুভ‚তিটা যদি বলেন? পিয়া : বাংলাদেশের মানুষ ক্রিকেট ভীষণ রকম ভালোবাসে। ক্রিকেটকে ঘিরে পুরো দেশের মানুষ একমঞ্চে দাঁড়িয়ে আনন্দ করে। এটা অন্যরকম দৃশ্য। সেই ক্রিকেট উন্মাদনার বড় আসর বিপিএল। এই আসরের উপস্থাপনায় থাকব। এটা নিয়ে তো ভীষণ রকম ভালো লাগা কাজ করে। প্রস্তুতি নিয়েই ‘বিপিএল’ মাঠে নামতে চাই। মেলা : ক্রিকেটার তাসকিনের সঙ্গে একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। নতুন কাজের খবর জানতে চাই? পিয়া : ক্রিকেটার তাসকিনের সঙ্গে যে বিজ্ঞাপনটি করেছি; সেটি এখন প্রচার হচ্ছে। এছাড়া নতুন কাজ করেছি। এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না। কাজটা শেষ হোক। তারপরই সবাইকে জানাব। এছাড়া নতুন বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজের ব্যাপারে কথা হচ্ছে। মেলা : অস্ট্রেলিয়ার টিভি চ্যানেলের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। এই বিষয়ে কিছু বলুন। পিয়া : ‘সিক্সটি মিনিটস অস্ট্রেলিয়া’ নামের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছি। গত সেপ্টেম্বরে ঢাকার বিভিন্ন স্থানে কথা বলেছি। ইনডোরেও কিছু দৃশ্যধারণ হয়েছে। অনুষ্ঠানটিতে মূলত বিশ্বের আলোচিত ঘটনা ও বিশেষ মানুষদের সাক্ষাৎকার তুলে ধরা হয়। অনুষ্ঠানটির পক্ষ থেকে দুই মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তারা মূলত আন্তর্জাতিক মডেল হিসেবে আমার সাক্ষাৎকারটি নিয়েছে। তারা জানতে চেয়েছেন এখানে কাজ করতে গিয়ে আমাকে কেমন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়। ধর্মীয়ভাবে কিংবা সাংস্কৃতিকভাবে আমাকে মডেল হিসেবে কি ধরনের প্রতিবন্ধকতার সামনে পড়তে হয়। এছাড়া মালদ্বীপের মডেল রাউধা আতিফকে নিয়ে স্মৃতিচারণ করেছি। রাউধার সঙ্গে ভারতে ‘ভোগ’ প্রচ্ছদের ফটোশ্যুটের সময় পরিচয় হয়েছিল। তার মৃত্যুটা খুবই বেদনার। মেলা : অনেক দিন ধরে আপনাকে চলচ্চিত্রে দেখা যাচ্ছে না। সিনেমার কাজের খবর জানতে চাই? পিয়া : আমি গণহারে কাজ করার পক্ষে না। যে কাজগুলো করব সেগুলো যেন মানসম্পন্ন হয়। সময় নিয়ে অল্প কিছু চলচ্চিত্রে কাজ করব কিন্তু ভালো সিনেমায় কাজ করতে চাই। সিনেমায় কাজের জন্য নিয়মিতভাবেই প্রস্তাব পাচ্ছি। কিন্তু বড় ক্যানভাসের সিনেমায় অভিনয় করার জন্য অপেক্ষা করছি। মেলা : আইনজীবী পিয়ার খবর কি? পিয়া : এই পেশার প্রতি আমার একটা দুর্বলতা আগে থেকেই ছিল। সেই অনুযায়ী পরিশ্রমও করেছি। ইউনিভার্সিটি অব লন্ডনের অধীনে পরিচালিত লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ থেকে এলএলবি করেছি। আইন বিষয়ে আরো উচ্চতর পড়ালেখা করছি। ফলে পড়ালেখার চাপে থাকতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App