×

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে খাটো করে দেখা উচিৎ নয় : ট্রাম্প

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৭, ০৬:৩৬ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো স্বৈরশাসকেরই যুক্তরাষ্ট্রকে খাটো করে দেখা উচিৎ নয়। রোববার এশিয়া সফরের শুরুতে জাপানের রাজধানী টোকিওর পশ্চিমে ইয়োকোতা বিমান ঘাঁটিতে সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

রীতিমতো হুমকির সুরেই ট্রাম্প বলেন, ‘কোনো স্বৈরশাসক, কোনো শাসক এবং কোনো জাতিরই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে অবমাননা করা উচিৎ নয়।’

তিনি বলেন, ‘অতীতে অনেকে আমাদের অবমাননা করেছিল। সেটা তাদের জন্য সুখকর ছিল না।’

আমাদের নাগরিকদের, আমাদের স্বাধীনতা এবং আমাদের মহান আমেরিকার পতাকার বেলায় কখনো পরাজিত হব না, দোদুল্যমান হব না এবং পশ্চাতপদ হব না।

স্থানীয় সময় রোববার সকালে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ইয়োকোতা বিমান ঘাঁটিতে পৌঁছান। ১২ দিনের এশিয়া সফরে ট্রাম্প দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে জোটবদ্ধতা তুলে ধরার পাশাপাশি উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নিতে বেইজিংয়ের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে। এই সফরে ট্রাম্প উত্তর কোরিয়া ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির সঙ্গে সাক্ষাত করতে পারেন বলেও জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App