×

জাতীয়

সংসদীয় কুটনীতিকে কাজে লাগিয়ে রোহিঙ্গা ইস্যুটি সিপিসিতে তোলা হবে-স্পিকার

Icon

এন রায় রাজা

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৭, ০৪:১৪ পিএম

সংসদীয় কুটনীতিকে কাজে লাগিয়ে কমনওয়েলথ পার্লামেন্টারী সম্মেলেনে (সিপিসি) রোহিঙ্গা ইস্যুটি উত্থাপণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদে স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী। গতকাল শুক্রবার দুপুরে সিপিসির তৃতীয় দিনে রাজধানীর রেডিসন ব্লুতে কার্যকরী কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, আমরা বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুটির গুরুত্ব বিবেচনা করে একটি আলাদা সেশনের ব্যবস্থা করেছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী একটি আলাদা সংবাদ সম্মেলন করবেন। তিনি সংসদীয় কুটনীতি সর্বোচ্চ ব্যবহার করে সিপিসি সম্মেলনে আগত ৫২ টি দেশের কেন্দ্রিয় এবং প্রাদেশিক ১৮০ টি সংসদের প্রায় ৬৫০ জন প্রতিনিধিকে (স্পিকার ও এমপি) বাংলাদেশের চলমান সমস্যা রোহিঙ্গা ইস্যুটিকে অবগত করবেন। যাতে এবিষয়ে তাদের সার্পোট আদায় করা যায় এবং দেশে গিয়ে এসব এমপিরা নিজ নিজ সংসদে রোহিঙ্গা বিষয়টিকে আলোচনায় এনে বিশ্ব জনমত সৃষ্টিতে সহায়তা করতে পারে। আমরা চাই সম্মেলনে আলোচনা করে একটা সহমত সৃষ্টি করতে। মিয়ানমারকে যাতে চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে দেয়া যায়। কোন একটি প্লাটফর্ম বা পরিসরে সংসদ সদস্যরা একত্রিত হন, তখন তারা তাদের দেশে ফিরে গিয়ে তারা সে দেশের নিজ পার্লামেন্টে এ বিষয়টি তুলে ধরতে পারেন, তারা বিশ্ব দরবারে তুলে ধরতে সহযোগিতা করতে পারেন। আমরা সে সুযোগটি নিতে চাইছি। তিনি বলেন, সেজন্য বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ কমপোনেন্ট হিসেবে রোহিঙ্গা ইস্যুটি সিপিসিতে তোলা হচ্ছে। আগামী ৫ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে সিপিসিতে আগত সকল অতিথিদের নিয়ে একটি সংবাদ সম্মেলন করবেন। এর মাধ্যমে বাংলাদেশ রোহিঙ্গা সমস্যার সবশেষ তথ্য এবং কি ভাবে এ সমস্যাটির স্থায়ী সমাধান করা যায় তা তুলে ধরা হবে। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, যেহেতু সিপিসি সম্মেলনের আলোচ্য বিষয়াবলী আগে থেকেই ঠিক করা হয়েছিল, সে জন্য এটিকে অন্তর্ভূক্তি অন্য কোন ভাবে করা যায়নি । তবে সিপিসিতে আগত অতিথিরা এ বিষয়ে জানতে চায়, তাদের আগ্রহ আছে, সে জন্য আমরা সংবাদ সম্মেলন করবো। এছাড়া সম্মেলনের ৬ষ্ঠ দিনেও ওয়াকশপ এইচ এ ‘হয়াটস ফ্যাক্টরস ফুয়েল দি রাইজ অফ ডিফারেন্ট কাইন্ড অফ ন্যাশনালিটিতে’ উথাপন করা হবে। তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে ৫ টি বিষয় উল্লেখ করে রোহিঙ্গা সমস্যা সমাধানের যে প্রস্তাবণা দিয়েছেন সেটি বিশ্বজনমত এক মত হয়েছেন। এটি আর বর্তমানে বাংলাদেশের ইস্যু নেই, এটি একটি অন্তর্জাতিক বিষয়। সুতরাং এ বিষয়টি নিয়ে আমরা সিপিসিতেও আগত সকল অতিথিদের জনমত তৈরি করতে সক্ষম হব এবং পররাষ্ট্রমন্ত্রীর বিফিংয়ের মাধ্যমে সিপিএর সদস্য দেশ গুলো এ বিষয়ে বিস্তারিত জানানো হবে এবং জনমত তৈরি করতে সক্ষম হব । তিনি বলেন, আমরা চাচ্ছি সিপিসিতে আগতদের মধ্যে রোহিঙ্গা সমস্যাটি জানাতে, তাদেরও জানতে আগ্রহ রয়েছে। এর মধ্য দিয়ে আমরা তাদের সার্পোট আদায় করার চেষ্টা করবো। তারা এ বিষয়টি নিয়ে বিশ্ব দরবারে তুলবেন নিশ্চয়। বাংলাদেশ স্বাগতিক দেশ, সেহেতু বাংলাদেশে রোহিঙ্গা ইস্যুটি। এটি এ পরিম-লে ব্যাপক সমস্যার সৃষ্টি করেছে। নারীদের ক্ষমতায়নের জন্য রাজনীতি ও পার্লামেন্টে আনার জন্য সিপিএ কাজ করছে বলে জানিয়ে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কমনওয়েলথ দেশ গুলোর পার্লামেন্টে যাতে আরো বেশী সংখ্যক নারী অংশ গ্রহণ থাকে সে বিষয়টি আমরা কিভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে আলোচনা করেছি। তিনি বলেন, এখনো পর্যন্ত ৫২ টি সদস্য দেশের মধ্যে ৪৫ টি দেশের সদস্যরা এসেছেন। আগামীকাল ৫ নভেম্বর রোববার প্রধানমন্ত্রী সংসদের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী সকালে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App