×

বিনোদন

লীনু বিল্লাহর একক সংগীত সন্ধ্যা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৭, ০৪:৫৬ পিএম

গানমুখর পরিবেশ আর শীত আগমনী বার্তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লীনু বিল্লাহর একক সংগীত সন্ধ্যা। ১০ নভেম্বর সন্ধ্যা ৬টায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই আয়োজনে উপস্থিত থাকবেন বিশিষ্ট সুরকার আলাউদ্দিন আলী ও শেখ সাদী খান। অনুষ্ঠানটির আয়োজন করেছে সঙ্গীতাঙ্গন। সংগঠনটির প্রধান সম্পাদক ও প্রকাশক আহসানুল হক জানান, লীনু বিল্লাহ সঙ্গীতে নিবেদিত এমন একজন মানুষ। যার বিশ্বাস গান হলো সবচেয়ে বড় ঔষধ। মানুষের মন যখন খারাপ থাকে তখন যদি কেউ গান শোনে তবে তার মন ভালো হবেই। লীনু বিল্লাহ জীবনের অনেকটা ঘাত প্রতিঘাত কাটিয়ে জীবনকে মানিয়ে নিয়েছেন ভিন্ন ভিন্ন রুপে। দেখিয়েছেন সাহস আর হুংকার। মাঝে মধ্যে বিভিন্ন টেলিভিশন শোতেও গান গাইতে দেখা যায় লীনু বিল্লাহকে। সত্তর দশকের শেষে ১৯৭৭ সালে ‘গীতি কেমন আছো’ শিরোনামের একটি গান গেয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন এই শিল্পী। আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রথম সুর করা গান ছিল এটি। আলাউদ্দিন আলীর প্রথম সুর করা গানটিও গেয়েছিলেন এই শিল্পী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App