×

ক্রিকেট

বিদেশির ছড়াছড়িতে অসুবিধা হবে সাকিব-তামিমদের!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৭, ০৯:২১ পিএম

আর একদিন পরই মাঠে গড়াবে বিপিএল। এ টুর্নামেন্টে বিদেশি তারকা ক্রিকেটারদের দিকেই বেশি নজর থাকছে। কেননা এবারের বিপিএলে প্রত্যেকটি দল সেরা একাদশে পাঁচজন করে বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে। এ সুবিধা যেমন পাবে দলগুলো, তেমনি বাংলাদেশের প্রতিষ্ঠিত ক্রিকেটারদের অসুবিধা দেখছেন সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন, এই বিপিএল কিন্তু এবার অনেক চ্যালেঞ্জিং। ওইভাবে সহজ হবে না আমাদের স্থানীয় খেলোয়াড়দের জন্য, কারণ যেহেতু ৫টা বিদেশি খেলোয়াড় খেলবে। অনেক দলে দেখবেন ফ্রন্ট লাইনেই ওদের পাঁচ বিদেশি খেলছে, সে হিসেবে আমাদের অনেক প্রতিষ্ঠিত খেলোয়াড়দের অসুবিধা হবে। সেই হিসেবে আমাদের খেলোয়াড়দের জন্য অনেক বড় চ্যালেঞ্জ এই টুর্নামেন্ট।

বিপিএল গর্ভনিং বডি পাঁচ বিদেশি খেলানোর সিদ্ধান্ত নেওয়ার পরই এ প্রসঙ্গে অনেক আলোচনা হচ্ছে। বিদেশিদের ছড়াছড়ির এ টুর্নামেন্টে দেশের ক্রিকেটারদের সেরা পারফরম্যান্স প্রত্যাশা করেন নান্নু। তার মতে, এ টুর্নামেন্ট থেকে কয়েকজন খেলোয়াড় বের হয়ে আসলে বড় প্লাস পয়েন্ট হবে বাংলাদেশের জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App