×

ফিচার

প্রতিকূলতার মধ্যেই আমাদের লড়াই করতে হয়’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৭, ০২:২৩ পিএম

নান্দীমুখ নাট্যদলের ২৭ বছর পূর্তি উপলক্ষে ‘নানা রঙের আলোয় বিশ্বনাটক’ শিরোনামে উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ, ভারত, ইরান এবং নরওয়ের ১০টি নাট্যদল তাদের প্রযোজনা মঞ্চস্থ করছে এই আয়োজনে। ভোরের কাগজের মুখোমুখি হয়েছিলেন নান্দীমুখের দল প্রধান অভিজিৎ সেনগুপ্ত। সাক্ষাৎকার নিয়েছেন শাহনাজ জাহান
মেলা : নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসব নিয়ে জানতে চাই ? অভিজিৎ সেনগুপ্ত : চট্টগ্রামে এই আয়োজনটি বেশ সাড়া জাগিয়েছে। আমাদের সবকিছু তো এখন ঢাককেন্দ্রিক। সেখান থেকে বের হয়ে চট্টগ্রামে আন্তর্জাতিক নাট্যোৎসব আয়োজন করা একটু কষ্টসাধ্য। গত ২০ অক্টোবর ৯ দিনব্যাপী আন্তর্জাতিক এই নাট্যোৎসব শুরু হয়েছিল। আজ ২৮ অক্টোবর উৎসব শেষ হবে। বাংলাদেশ, ভারত, ইরান এবং নরওয়ের নাট্যদল তাদের প্রযোজনা মঞ্চস্থ করছে। এই আয়োজনে বাংলাদেশের ৫টি, ভারতের ৩টি, ইরান ও নরওয়ের ১টি করে নাটক মঞ্চস্থ হচ্ছে। উৎসবটি চট্টগ্রামের নাট্যচর্চায় ভিন্ন মাত্রা যোগ করবে বলে আমরা বিশ্বাস করি। মেলা : উৎসবে দর্শক সাড়া কেমন পাচ্ছেন? অভিজিৎ সেনগুপ্ত : সাধারণ মানুষের অংশগ্রহণ আমাদের দারুণ উৎসাহ জুগিয়েছে। আমাদের উদ্দেশ্য ছিল নতুন নাট্য দর্শক তৈরি করা। আমরা সেটাকরতে পেরেছি। এই উৎসবকে ঘিরে অনেক নতুন নাট্য দর্শক এসেছেন। আমরা চাইব তারা যেন নিয়মিত নাটক দেখেন। এতে চট্টগ্রামের নাট্যচর্চা আরো গতিশীল হবে। আজ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টায় উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। অতিথি থাকবেন নরওয়ের রাষ্ট্রদূত মি. সিসেল বেøকেন এবং ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার শ্রী অনিন্দ্য ব্যানার্জী। সন্ধ্যা ৭টায় নরওয়ের ড্রগ প্রডাকশন পরিবেশন করবে ‘হেরিটেজ’। মেলা : নাট্যোৎসব করতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন কি? অভিজিৎ সেনগুপ্ত : সব কাজের মাঝেই তো প্রতিবন্ধকতা থাকে। নানা রকম প্রতিক‚ল পরিবেশের বিরুদ্ধে লড়াই করেই তো আমাদের নাট্যচর্চা অব্যহত রয়েছে। বাংলাদেশে এখন থিয়েটার বলতে শুধু ঢাকার নাট্যচর্চাকে মনে করা হয়। এর বাইরেও জেলা শহরে অনেক সংগঠন আছে, যারা নিয়মিত নাটক করছে। মিডিয়ার চোখ সেগুলোতে খুব একটা পড়ে না। ফলে পৃষ্ঠপোষকতায় জেলা শহরের দলগুলো এখনো অনেকটাই পিছিয়ে রয়েছে। অর্থনৈতিক সংকট আমাদের অনেক বড় অন্তরায়। মেলা : নান্দীমুখ নাট্যদল প্রসঙ্গে জানতে চাই? অভিজিৎ সেনগুপ্ত : ১৯৯০ সালে যাত্রা শুরু করে নান্দীমুখ। ২৭ বছরের পথচলায় বাংলাদেশের বিভিন্ন মঞ্চে আমরা নাটক মঞ্চস্থ করেছি। দেশের বাইরেও আমাদের নাটক প্রশংসিত হয়েছে। ঢাকার মঞ্চে বহুবার আমাদের নাটক মঞ্চস্থ হয়েছে। চট্টগ্রামে নিয়মিত নাট্যচর্চায় অগ্রগামী দল নান্দীমুখ। দলটি ২৭ বছর ধরে বাংলাদেশের নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করে যাচ্ছে। আগামী দিনেও এই যাত্রা অব্যাহত থাকবে। মেলা : চট্টগ্রামে নাট্যচর্চায় কোন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়? অভিজিৎ সেনগুপ্ত : নানা রকম প্রতিক‚ল পরিবেশের মধ্য থেকেই আমাদের লড়াই করতে হয়। বাংলাদেশের সবকিছু তো রাজধানীমুখী। আমাদের কর্মীরাও শিক্ষাজীবনে হয়তো চট্টগ্রামে থাকেন। কিন্তু জীবন-জীবিকার জন্য তারা রাজধানীতে পাড়ি জমান। ফলে আমাদের অনেক মেধাবী কর্মীকে হারাতে হয়। এতে নাট্যচর্চায় সাময়িক ব্যাঘাত ঘটে। আবার চট্টগ্রামে যারা স্থায়ীভাবে থাকেন তারা খুবই ভালোবাসার জায়গা থেকে থিয়েটারটা করেন। প্রায় সব জেলা শহরে এই সমস্যা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App