×

অর্থনীতি

তিন মাসের সর্বোচ্চ সূচক বৃদ্ধি ডিএসইতে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০১৭, ০৬:৫৭ পিএম

একদিনের হিসাবে গত তিন মাসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক সর্বোচ্চ বেড়েছে।

বুধবার দিন শেষে ডিএসইএক্স ৫২ পয়েন্ট বেড়ে হয়েছে ৬০৭২ পয়েন্ট। লেনদেন হয়েছে ৬৬৩ কোটি টাকা; যা আগের দিনের চেয়ে প্রায় ১২৭ কোটি টাকা বেশি।

এর আগে গত ৩১ জুলাই ডিএসই সূচক ৫৮ পয়েন্ট বেড়েছিল।

এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সিএএসপিআই সূচক ১৯৬ পয়েন্ট বেড়ে হয়েছে ১৮ হাজার ৮২৯ পয়েন্ট। লেনদেন হয়েছে ৭৪ কোটি টাকা; যা আগেরে দিনের চেয়ে প্রায় নয় কোটি টাকা বেশি।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২১০টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিক রয়েছে ৪৫টির দাম।

সিএসইএতে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিক রয়েছে ২৫টির দাম।

সুচক ও লেনদেন বৃদ্ধির মধ্যে বেড়েছে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের লেনদেনও। মঙ্গলবার ব্যাংক খাতে মোট লেনদেনের ২৫ শতাংশ হয়েছিল। বুধবার হয়েছে ২৯ শতাংশ।

বুধবার মোট লেনদেনের ১৬ শতাংশ দখল করেছে ব্যাংক বহির্ভুত আর্থিক খাত; মঙ্গলবার এ খাতের লেনদেন ছিল ১২ শতাংশ।

প্রকৌশল খাতে এক শতাংশ লেনদেন বেড়ে হয়েছে ১১ শতাংশ, বস্ত্র খাত আগের দিনের মতোই আট শতাংশ লেনদেনে রয়েছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, কেপিসিএল, আইডিএলসি, এনবিএল, ইউসিবিএল, পাওয়ার গ্রিড, এক্সিম ব্যাংক, সিটি ব্যাংক।

দরবৃদ্ধির শীর্ষে রয়েছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, এসইএমএলআইবিবিএল শরীয়াহ ফান্ড, রিজেন্ট টেক্সটাইল, এনবিএল, ইউনিয়ন ক্যাপিটাল, ফারইস্ট ফাইন্যান্স, জেএমআই সিরিঞ্জ, ইয়াকিন পলিমার, ওলিম্পিক ও বেক্সিমকো।

দর হারানোর শীর্ষে রয়েছে- শেফার্ড, শাশা ডেনিম, রিলায়েন্স ইন্সুরেন্স, আমরা নেটওয়ার্ক, মুন্নু সিরামিক, স্টান্ডার্ড ইন্সুরেন্স, এসআইবিএল, ওয়াটা কেমিক্যাল, ব্রিটিশ অ্যামেরিকান টোবাকো ও ইউনিক হোটেল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App