×

জাতীয়

শাহজালালে অর্ধকোটি টাকার স্বর্ণেরবার উদ্ধার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৭, ০৬:৩১ পিএম

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক ঘটনায় ৭ যাত্রীর কাছ থেকে অর্ধকোটি টাকা মূল্যের ১২টি স্বর্ণেরবার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। যাত্রীরা হলেন- মোশারফ হোসেন (৪৯), বাবুল মিয়া (২৯), ফরমান আলী (২৯), ফজলুল হক (৪৬), রবিউল ইসলাম (৩৯), আলাম মিয়া (৩৭) ও আবদুল্লা আল মাহফুজ (৪৮)। আজ সোমবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মঈনুল খান। ডিজি বলেন, আজ বিকেল পৌনে ৪টার দিকে বিজি রিয়াদ-০৪০ ফ্লাইটে সৌদি আরব থেকে শাহজালালে অবতরণ করেন ওই ৭ যাত্রী। গ্রিন চ্যানেল পার হওয়ার পরে তাদের কাছ থেকে এই স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো ৭ যাত্রীর প্যান্ট, জুতা ও মানি ব্যাগে লুকায়িত ছিল। এগুলো ঘোষণা ব্যতিরেকে দেশে আনা হয়েছে। ১২ টি স্বর্ণেরবারের ওজন ১ হাজার ৩৯২ গ্রাম। এসবের বাজার মূল্য প্রায় ৬৯ লাখ ৬০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বিষয়ে শুল্ক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App