×

অর্থনীতি

২ ঘণ্টায় লেনদেন ৩৪৬ কোটি টাকা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৭, ০১:৫২ পিএম

সপ্তাহের প্রথম দিন মূল্য সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রখম দুই ঘণ্টায় বেশিরভাগ শেয়ারের দর কমেছে। তবে ডিএসইতে লেনদেনের গতি বেড়ে ৩৪৬ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির। ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩০৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে নেমেছে ২ হাজার ১৬৪ পয়েন্টে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেলা ১২টা ৫০ মিনিট পর্যন্ত ২৪ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) প্রায় অপরিবর্তিত থেকে অবস্থান করছে ১৮ হাজার ৫৯৭ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২০০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App