×

আন্তর্জাতিক

কঙ্গোতে মৃত্যু ঝুঁকিতে ৩০ লাখ মানুষ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৭, ০৬:৫৮ পিএম

আফ্রিকার সংঘাতপূর্ণ দেশ ডিআর কঙ্গোর কাসাই প্রদেশের ৩০ লাখেরও বেশি লোক অনাহারের ঝুঁকিতে রয়েছে। বিশ্ব খাদ্য সংস্থার প্রধান ডেভিড বিসলে শনিবার এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের এই সংস্থাটির প্রধান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সময় মতো ত্রাণ সহায়তা পাওয়া না গেলে আগামী মাসগুলোতে কয়েক লাখ শিশু অনাহারে মারা যেতে পারে।

স্থানীয় এক নেতার মৃত্যুকে কেন্দ্র করে ২০১৬ সালের আগস্টে কাসাই প্রদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে। এই সহিংসতার কাররেণ ১৫ লাখ লোক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এদের মধ্যে বড় একটি অংশই শিশু।

কাসাইয়ের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ উল্লেখ করে বিসলে বলেন, আমাদের টিমকে মাঠের বাইরে বের করে দেওয়া হয়েছে, আমরা জ্বলন্ত কুড়েঘর, জ্বলন্ত বাড়ি, মারাত্মক পুষ্টিহীন শিশু দেখেছি। ইতিমধ্যে সুনিশ্চিতভাবে অনেক শিশু মারা গেছে।’

তিনি বলেন, আমরা কয়েক লাখ শিশুর কথা বলছি, যারা আগামী কয়েক মাসের মধ্যে মারা যাবে, যদি আমরা প্রথমত দ্রুত অর্থ, দ্বিতীয়ত খাদ্য এবং তৃতীয়ত সঠিক জায়গায় প্রবেশের অনুমতি না পাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App