×

আন্তর্জাতিক

মার্কিন বিমানের পাশ ঘেঁষে উড়ল রাশিয়ান জেট!

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৭, ০৯:৫২ পিএম

মার্কিন গোয়েন্দা বিমানের কান ঘেঁষে ওড়ে গেল রাশিয়ান বোমারু বিমান। মাত্র ১৫ ফুটের দূরত্ব! কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক আকাশসীমায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পেন্টাগণের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মিশেল এ বাল্ডানজা।

আমেরিকার আরসি-১৩৫ইউ গোয়েন্দা বিমানটি আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন টহল দেওয়ার সময় রুশ ইসইউ-২৭ কার্যত পথ আটকায়।

এই সময়ে মার্কিন গোয়েন্দা বিমানের খুব কাছ দিয়ে উড়ে যায় রুশ বোমারু বিমানটি। খুব অল্পের জন্য আকাশে রক্ষা পায় মার্কিন বিমানটি। এরপরেই পেন্টাগণের পক্ষে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, বিমানটি অপেশাদার সুলভ এবং নিরাপত্তহীনভাবে উড়ছিল। এই ঘটনায় এক মার্কিন আধিকারিক জানিয়েছেন, রুশ সীমান্ত থেকে প্রায় ৪০ মাইলেরও বেশি দূরে এই ঘটনা ঘটেছে। ঘটনার সময় রাশিয়ান ওই বোমারু বিমানটিতে কোন মিসাইল লাগানো ছিল না নিছক মহড়া চলাকালীন এই ঘটনাটি ঘটেছে কিনা তা এখনও নিশ্চিত করতে পারছেন না সামরিক কর্তারা। তবে কৃষ্ণ সাগরের আকাশে এই ধরনের ঘটনা এই প্রথম নয়। ২০১৪ সালেও এমন দু’টি ঘটনা ঘটেছে বলে জানা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App