×

অর্থনীতি

শেয়ারবাজারে দরপতন অব্যাহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৭, ০৪:৩০ পিএম

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিনই কমছে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম। সেই সঙ্গে কমছে মূল্য সূচক। গত ৯ অক্টোবর থেকেই শেয়াবাজারে এ দরপতন অব্যাহত রয়েছে। শেয়ারবাজারে নিয়ম ভেঙে বিনিয়োগ করার একাধিক ব্যাংককে জরিমানা করার সংবাদ ছড়িয়ে পড়লে ওইদিন শেয়ারবাজারে ব্যাপক দরপতন দেখা দেয়। যার রেশ এখনও অব্যাহত রয়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) টানা দ্বিতীয় দিনের মতো মূল্য সূচক কমেছে। ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ১৩ পয়েন্ট এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএসসিএক্স কমেছে ২৫ পয়েন্ট। তথ্য পর্যালোচনায় দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। লেনদেনের প্রথম ১০ মিনিটে ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে যায়। এরপর কিছুটা উর্ধ্বমুখী হয় সূচক। বেলা ১১টায় ডিএসইএক্স ১৮ পয়েন্ট বেড়ে যায়। তবে এরপরেই আবার নিম্নমুখী হতে থাকে সূচক। যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে। লেনদেন শেষে দরপতনের পরিমাণ কিছুটা বেড়ে যায়। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্য সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ২ হাজার ১৭৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিহ সূচক ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২১ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া ১০৫টি প্রতিষ্ঠানের শেয়ার দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম। লেনদেন হয়েছে ৫৩৬ কোটি ৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৫২৩ কোটি ২৫ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১২ কোটি ৮২ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। এদিন কোম্পানির ৪৯ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৩৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৫ কোটি ৪৮ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে গ্রামীন ফোন। লেনদেনে এরপর রয়েছে- ইফাদ অটোস, রংপুর ফাউন্ডারি, এসিআই, আমরা নেটওয়ার্ক, শাশা ডেনিম, বিবিএস কেবলস এবং এক্সিম ব্যাংক। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ১৯১ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ১২৭ কোটি ৮৯ লাখ টাকা। লেনদেন হওয়া ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৬৬টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App