×

অর্থনীতি

ডিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৭, ০৬:৫২ পিএম

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই দরপতন হয়েছে।

এর মধ্যে মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।

এদিন ডিএসইরর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট কমে ৫ হাজার ৯৬৮ পয়েন্ট নেমেছে। লেনদেন আগের দিনের চেয়ে ১২ কোটি ৮১ লাখ টাকা বেড়ে ৫৩২ কোটি ২৫ লাখ টাকা হাতবদল হয়েছে।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৫১ পয়েন্ট কমে হয়েছে ১৮ হাজার ৫০১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১২৭ কোটি ৮৯ লাখ টাকার বেশি, যা গত দিনের চেয়ে প্রায় ৪ কোটি ৪৯ লাখ টাকা কম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স গ্রামীণ ফোন, ইফাদ অটোস, রংপুর ফাউন্ড্রী, এসিআই, আমরা নেটওয়ার্কস, শাশা ডেনিমস, বিবিএস ক্যাবলস ও এক্সিম ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কেম্পানি হলো- মুন্নু সিরামিক, ফাইন ফুডস, সাফকো স্পিনিং, মুন্নু জুট স্টাফলার, সেন্ট্রাল ইন্সুরেন্স, স্টাইল ক্রাফট, প্যারামাউন্ট টেক্সটাইল, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স ও রংপুর ফাউন্ড্রী।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কেম্পানি হলো- কে এন্ড কিউ, সমতা লেদার, বিডি ওয়েল্ডিং, এসিআই ফর্মোলেশন, পিপলস লিজিং, শাইন পুকুর সিরামিক্স, মডার্ন ডাইং, এসিআই লিঃ, ডরিন পাওয়ার ও সিএপিএম বিডিবিএল মি.ফা. ওয়ান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App