×

খেলা

জাপানের কাছে হেরে ষষ্ঠ বাংলদেশ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৭, ০৮:৪২ পিএম

জাপানের কাছে হেরে ষষ্ঠ স্থানে থেকে এশিয়া কাপ হকি শেষ করেছে বাংলাদেশ।

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুক্রবার পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে ৪-০ ব্যবধানে হারে স্বাগতিকরা। গ্রুপ পর্বে দলটির কাছে ৩-১ গোলে হেরেছিল মাহবুব হারুনের দল।

শুরু থেকে বলের নিয়ন্ত্রণ বাংলাদেশ এগিয়ে থাকলেও গোলের সুযোগ বেশি তৈরি করে জাপান। অষ্টম মিনিটে প্রথম পেনাল্টি কর্নার ফিরিয়ে বাংলাদেশের ত্রাতা গোলরক্ষক আবু সাইদ নিপ্পন।

গ্রুপ পর্বে বাংলাদেশকে হারানো জাপান দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পাওয়া পেনাল্টি কর্নার কাজে লাগিয়ে এগিয়ে যায়। গোলের প্রথম প্রচেষ্টা ফেরার পর ইয়ামাদা সোতার ফিরতি হিট লক্ষ্যে পৌঁছে।

৩৮তম মিনিটে সার্কেলের ভেতর থেকে মুরাতা কাজুমার রিভার্স হিট ফিরিয়ে ব্যবধান দ্বিগুণ হতে দেননি নিপ্পন। তবে চতুর্থ কোয়ার্টারের শুরুতে তানাকার বাড়ানো বল কেনজির হিট ফেরাতে পারেননি গোলরক্ষক। ৪৯তম মিনিটে কাজুমার ফিল্ড গোলে আরও কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ।

৫৩তম মিনিটে তানাকা সেরেনের গোলে বাংলাদেশের ম্যাচে ফেরার আশা শেষ হয়ে যায়। ৫৭তম মিনিটে প্রথম পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ কিন্তু চয়নের হিট পোস্টের ওপর দিয়ে উড়ে গেলে ব্যবধান কমানোর শেষ সুযোগটিও নষ্ট হয়।

গ্রুপ পর্বে পাকিস্তান ও ভারতের কাছে ৭-০ ব্যবধানে উড়ে গিয়েছিল বাংলাদেশ। এরপর জাপানের কাছে হেরে চতুর্থ হয়ে গ্রুপ পর্ব শেষ করে জিমিরা।

পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে ওঠার লড়াইয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চীনকে হারায় বাংলাদেশ। ৩-৩ সমতার পর শুট-আউটে ৪-৩ ব্যবধানে জেতে স্বাগতিকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App