×

খেলা

চীনের প্রাচীর ভাঙল জিমিরা

Icon

মাসউদ

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৭, ১২:২৯ এএম

প্রবল প্রতিদ্বন্দ্বিতায় চীনের প্রাচীর ভাঙল রাসেল মাহমুদ জিমিরা। দশম এশিয়া কাপ হকি টুর্নামেন্টে স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিকরা শ্বাসরুদ্ধকর শুট আউটে ৪-৩ ব্যবধানে হারাল বিশ্ব হকি র‌্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে থাকা দল চীনকে। শুক্রবার পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। [caption id="attachment_5037" align="aligncenter" width="794"] জয় সূচক পেনাল্টি শুটআউটের পরে রাসেল মাহমুদ জিমি[/caption] ওদিকে সুপার ফোরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ১-১ ড্র করে অনিশ্চিত হয়ে গেছে পাকিস্তানের ফাইনালে ওঠা। অন্যদিকে মালয়েশিয়াকে ৬-২ ব্যবধানে হারিয়ে এশিয়া কাপ হকির ফাইনালে খেলার সম্ভাবনা জোরালো করেছে দুইবারের চ্যাম্পিয়ন ভারত। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় মালয়েশিয়া। টানা দুই ড্রয়ে দক্ষিণ কোরিয়ার পয়েন্ট ২। একটি হার ও ড্রয়ে ১ পয়েন্ট পাকিস্তানের। সুপার ফোরের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান ও মালয়েশিয়া-দক্ষিণ কোরিয়া। হিরো এশিয়া কাপ হকি-২০১৭ এর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ২২ অক্টোবর। টানা তিন ম্যাচ হেরে সুপার ফোরে ওঠার স্বপ্ন আগেই ধূলিসাৎ হয়েছিল বাংলাদেশের। বাধ্য হয়েই স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হয় জিমি-চয়নদের। পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণীর প্রথম ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ছিল চীন। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ নির্ধারিত সময়ে ৩-৩ ব্যবধানে শেষ হলে টাইব্রেকারে গড়ায় ম্যাচের ভাগ্য। পরবর্তী সময়ে উভয় দল পাঁচটি পেনাল্টি শুটআউটের সুযোগ পেলে জিমিরা ৪-৩ ব্যবধানে জিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ অর্জন করে। শুটআউটে ফরহাদ আহমেদ সিটুল, নাইম উদ্দিন, পুস্কর ক্ষীসা মিমো ও জিমি লক্ষ্যভেদ করেন। বাংলাদেশের সোহানুর রহমান সবুজ লক্ষ্যভেদে ব্যর্থ হন। গোলরক্ষক নিপ্পন ফেরান দুটি হিট। [caption id="attachment_5041" align="aligncenter" width="832"] চীনের একটি আক্রমন প্রতিহত করছেন আবু নিপ্পন[/caption] ঘরের মাঠে এবারের এশিয়া কাপ হকিতে এই জয় ছাড়া এখন পর্যন্ত কোনো সুখস্মৃতি উপহার দিতে পারেনি বাংলাদেশ। গ্রুপ পর্বের তিন ম্যাচেই হেরেছে জিমি চয়নরা। আর বাংলাদেশের কাছে হেরে যাওয়ায় চীনের সামনে এখন সুযোগ সপ্তম হওয়ার। সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে তারা লড়বে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সঙ্গে। হারের বৃত্তে থাকা বাংলাদেশকে আশার জোগান দিচ্ছে চীনের বিপক্ষে এই জয়। কেননা, এশিয়া কাপে আট দলের মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পেছনের দল বাংলাদেশ। এর প্রভাব স্পষ্টভাবেই দেখা গেছে গ্রুপ পর্বের খেলায়। তাই এই জয়টি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ জিতলেই বাংলাদেশের ষষ্ঠ স্থান নিশ্চিত। আর হেরে গেলে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হতো। উল্লেখ্য, চার বছর আগে ২০১৩ সালে দিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড হকি লিগের রাউন্ড ২তে চীনকে হারিয়ে ছিল বাংলাদেশ। ওই ম্যাচের তিন স্কোরার মামুনুর রহমান চয়ন, মাইনুল ইসলাম কৌশিক ও পুস্কর ক্ষিসা মিমো এই দলে রয়েছেন। [caption id="attachment_5044" align="aligncenter" width="817"] চীনের একটি আক্রমন রুখে দিচ্ছে জিমি বাহিনী[/caption] গত এশিয়া কাপ আসরে ৮ দলের মধ্যে সপ্তম স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশ। তবে এবার কিছুটা সামনে এগুনোর লক্ষ্য নিয়ে টুর্নামেন্ট শুরু করে জিমি-চয়নরা। টুর্নামেন্ট শুরুর আগ থেকেই বাংলাদেশ কোচ মাহবুব হারুন বলে আসছিলেন এবার তাদের লক্ষ্য ষষ্ঠস্থান এবং ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে তার দল। কিন্তু গ্রুপ পর্বের টানা তিন ম্যাচেও ভুলের বৃত্ত ভাঙতে পারেনি তারা। অন্যদিকে সাদামাটা উদ্বোধনের পর জাঁকজমকপূর্ণ সমাপনী পরিকল্পনা ছিল বাংলাদেশ হকি ফেডারেশনের। ৩২ বছর পর এশিয়া কাপের আয়োজক হয়ে সমাপনী অনুষ্ঠান রাঙিয়ে দেয়ার সে পরিকল্পনা থেকে সরে এসেছে দেশের হকির অভিভাবক সংস্থাটি। এখন উদ্বোধনের মতো সমাপনীও হচ্ছে সাদামাটা। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেবেন প্রধান অতিথি, এর বেশি আর কিছু থাকছে না। আতশবাজিসহ নানা আয়োজনের পরিকল্পনা ছিল সমাপনী অনুষ্ঠানের। ২২ অক্টোবর ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।              

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App