×

অর্থনীতি

পুঁজিবাজারে সূচক, লেনদেন বেড়েছে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৭, ০৪:২৭ পিএম

সপ্তাহের শেষ দিনে ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন শেষ হয়েছে পুঁজিবাজারে; দেশের দুই বাজারেই সূচক ও লেনদেন বেড়েছে। বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ১৪ পয়েন্টের বেশি; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ২২ পয়েন্টের মতো। তবে দুই বাজারেই লেনদেনে থাকা বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬০০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭২ কোটি ১৮ লাখ টাকা বেশি। লেনদেনে থাকা ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৪ দশমিক ২৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৯ দশমিক ৫৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৮ পয়েন্টে। অন্যদিকে বৃহস্পতিবার সিএসইতে ৬৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে ২৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৩১ দশমিক ৬৪ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির। কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির দর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App