×

জাতীয়

অর্থ লুট হতে পারে কিন্তু হরিলুট হবে না : আনিসুল ইসলাম মাহমুদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৭, ০৩:৩১ পিএম

বন্যা পরবর্তী রাস্তা-ঘাট সংস্কার বাবদ বরাদ্দের অর্থ লুট হতে পারে কিন্তু হরিলুট হবে না বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বৃহস্পতিরবার রাজধানীর সিডডাপে আয়োজিত সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বন্যা ২০১৭ পরিস্থিতি ও করণীয় শীর্ঘক এক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। মন্ত্রী বলেন, বন্যা পরবর্তীতে হাওর এলাকায় রাস্তা সংস্কারে বরাদ্দ মাত্র ২০ কোটি টাকা। সারাদেশে মিলে তা কয়েকশ’ কোটি টাকা হবে। সুতরাং এখানে হরিলুট করার সুযোগ নেই। তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি সংস্কারে পত্রপত্রিকায় শত শত কোটি টাকা হরিলুটের কথা বল হলেও তা সঠিক নয়। কারণ, এ বাবদ বরাদ্দই কম। তবে অনিয়ম বা লুট যে হয় না তা নয়, কিন্তু তাকে হরিলুট বলা যায় না। আলোচনা সভায় পরিবেশবিদ আইনুন নিশাদ বলেন, চলতি বছর বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে রাস্তা-ঘাট বিধ্বস্ত হয়ে গেছে। এখন এসব সংস্কারের নামে অর্থ হরিলুট হওয়ার আশংঙ্কা রয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। এ ছাড়া সভায় বিশেষ অতিথি হিসেবে দুর্যোগ ব্যবস্থাপন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধিরেন্দ্রে দেবনাথ সুম্ভ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App