×

ভারত

ভারতীয় শ্রমিকদের ঘাম-রক্ত দিয়ে গড়া তাজমহল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৭, ০৭:৩৭ পিএম

তাজমহল বিতর্কে এবার নেমে পড়লেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দলীয় বিধায়ক সঙ্গীত সোম ‘তাজমহল ভারতীয় সংস্কৃতির কলঙ্ক’ বলেছিলেন, বার যোগী আদিত্যনাথ সেই তাজমহলকেই ভারতীয় শ্রমিকদের পরিশ্রমের ফসল বলে মন্তব্য করলেন। সঙ্গীতের বিতর্কিত মন্তব্যের পর মঙ্গলবার আদিত্যনাথ বলেন, কী কারণে বা কে তাজমহল গড়েছে সেই বিষয়ের গভীরে যেতে চাই না। ভারতীয় শ্রমিকদের ঘাম-রক্ত দিয়ে গড়া হয়েছে তাজমহল। তাজমহল নিয়ে রাজ্যের বিজেপি বিধায়ক সঙ্গীত সোমের বিতর্কিত মন্তব্যের পর বিরোধীদের তুমুল সমালোচনার মুখে পড়েছেন যোগী আদিত্যনাথ। গত রবিবার মেরঠের এক জনসভার সঙ্গীত সোম তাজমহলকে ‘ভারতীয় সংস্কৃতিতে কলঙ্ক চিহ্ন’বলে উল্লেখ করেন। তবে এ বিষয়ে পিছিয়ে নেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথও। চলতি মাসের গোড়াতেই আদিত্যনাথ সরকারের ছ’মাস পূর্তি উপলক্ষে রাজ্যের পর্যটন সম্পর্কিত একটি প্রচার পুস্তিকা প্রকাশ করে প্রশাসন। তাতে বাদ পড়ে তাজমহল। বিষয়টি নিয়ে বিরোধী দল থেকে শুরু করে বিদেশি সংবাদমাধ্যমের তোপের মুখে পড়ে আদিত্যনাথ সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App