×

জাতীয়

মহম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১১

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৭, ০৮:০০ পিএম

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের কালিশংকরপুর গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। ১৫ জনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। গতকাল সোমবার এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, পলাশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. রবিউল ইসলাম এবং পলাশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম ডি গোলজার রহমানের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১১ জন আহত হন। আহত ওবাইদুর (২৫), অলিয়ার (৫০), আনোয়ারকে (৫০) গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩১ রাউন্ড রাবার বুলেট ও ৯টি টিয়ারশেল নিক্ষেপ করে। ঘটনাস্থল থেকে পুলিশ ১৫ জনকে আটক করেছে। মহম্মদপুর থানার ওসি মো. তরীকুল ইসলাম বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। মাগুরা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার কনক কান্তি দাস জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App