×

বিনোদন

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ‘আয়নাবাজি’র বাজিমাত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৭, ০৯:১৭ পিএম

বিশ্বব্যাপী সাড়া জাগানো ও সফলতা অর্জনের পর এবার ‘আয়নাবাজি’র সাফল্যে যুক্ত হলো আরও একটি বিশেষ অর্জন। সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০১৭-এ চারটি ভিন্ন ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রি অথবা সেরা পুরস্কার পায় ‘আয়নাবাজি’র ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন। ছবিটির ডিজিটাল মার্কেটিং পার্টনার মেলোনেড্স ও পিআর পার্টনার মাস্টহেড পিআর তাদের সফল ক্যাম্পেইনের জন্য উক্ত পুরস্কারগুলো গ্রহণ করে। ‘আয়নাবাজি’ ছবিটি এ বছরের ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড ২০১৭-এ যে চারটি ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রি বা সেরা পুরস্কার পেয়েছে সেগুলো হলো- বেস্ট কনটেন্ট মার্কেটিং, বেষ্ট ইউস অফ পিআর ইন ডিজিটাল প্লাটফর্ম, বেস্ট ইউস ইন ফেসবুক এবং বেষ্ট ইনটিগ্রেটেড ডিজিটাল ক্যাম্পেইন। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে বেস্ট নেরেটিভ ফিল্মের উপাধি পায় ‘আয়নাবাজি’ এবং দেশে মেরিল প্রথমআলো অ্যাওয়ার্ডে ২০১৬-এর বেস্ট ফিল্মের উপাধি পায় চলচ্চিত্রটি। এছাড়াও কলকাতার টেলি-সিনে সোসাইটির ১৬তম পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সেরা চলচ্চিত্রের অ্যাওয়ার্ড পেয়েছিল ‘আয়নাবাজি’। সর্বশেষ এবার ৪টি ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে সেরা ডিজিটাল মার্কেটিংয়ের পুরস্কারও পেলো ছবিটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App