×

পুরনো খবর

বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন

Icon

আছাদুজ্জামান

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৭, ০৫:৪২ পিএম

ওসমানী স্মৃতি মিলনায়তন চত্ত্বরে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে “বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক। আজ রোববার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তন চত্ত্বরে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফ-এর বাংলাদেশস্থ প্রতিনিধি এডওয়ার্ড বিগবেডার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সুধীর কুমার ঘোষ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারী সংস্থা, সুশীল সমাজ, গণমাধ্যমসহ সকলের সহযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের মত বাংলাদেশেও ‘বিশ্ব হাত ধোয়া দিবস - ২০১৭’ উদযাপনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচী কেন্দ্রীয় পর্যায়ে এবং বিভাগ, সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে। জাতিসংঘের আহ্বানে ২০০৮ সাল হতে প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ পালিত হয়ে আসছে। এ বছরের বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য “হ্যান্ডস আওয়ার ফিউসার  ” অর্থাৎ “আমাদের হাত, আমাদের ভবিষ্যত”। হাত ধোয়া এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা শুধুমাত্র আমাদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষাই করেনা বরং ভবিষ্যত এবং সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার সচিব বলেন, বাংলাদেশের মত একটি জনবহুল দেশের সার্বিক উন্নয়ন অগ্রগতিতে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য পরিচর্যা খুবই গুরত্বপূর্ণ ও বিশাল চ্যালেঞ্জ। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামগ্রিক বাস্তবতা ও অন্তরায়সমূহ গভীরভাবে উপলব্ধি করে এ অঙ্গীকার ঘোষণা করেছিলেন। তিনি অনুধাবন করেছিলেন উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা গেলেই কেবল সার্বিক জনস্বাস্থ্যের কাঙ্খিত উন্নতি ঘটানো সম্ভব। তিনি বলেন, বর্তমানে প্রত্যেকটি গ্রামে ৫০ টিরও বেশি নলকূপ রয়েছে। স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের হার শতকরা ৯৯ ভাগ। আরও দেখুন: মোল্দাভিয়া স্টেরয়েড

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App