×

জাতীয়

কেউই আইনের ঊর্ধ্বে নন : আনিসুল হক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৭, ১২:৫১ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন কেউই আইনের ঊর্ধ্বে নন, প্রধান বিচারপতির বিরুদ্ধে আসা ১১টি অভিযোগ অনুসন্ধান করা হবে। অনুসন্ধানে সত্যতা মিললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির বিরুদ্ধে তারই দপ্তর থেকে ইতোমধ্যে ১১টি অভিযোগ এসেছে। এগুলোর বিষয়ে অনুসন্ধান হবে। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, প্রধান বিচারপতির চাওয়া অনুসারেই সরকার তার ছুটির ব্যবস্থা করেছেন। পরে তিনি অবসাদগ্রস্ত বলে বিদেশ যেতে চান, সরকার সে ব্যবস্থাও করেছে। এসব নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।’ এ সময় আনিসুল হক বলেন, ‘সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে আসা অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত তিনি প্রধান বিচারপতির চেয়ারে বসতে পারবেন না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App