×

খেলা

ফাইনালে শারাপোভা

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৭, ১১:০১ পিএম

শনিবার তিয়ানজিন ওপেনের নারী এককের সেমিফাইনালে চীনের টেনিস তারকা পেং সুয়াইকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। এদিন পেং সুয়াইকে ৬-৩, ৬-১ সেটে খুব সহজে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছেন জনপ্রিয় এই রাশিয়ান টেনিস তারকা। রোববার ফাইনালে বেলারুশের টেনিস তারকা অ্যারাইনা সাবালেনকার বিপক্ষে খেলবেন তিনি। [caption id="attachment_3540" align="aligncenter" width="763"] নান্দনিক নৈপুণ্যে প্রদর্শনের মাধ্যমে সমর্থকদের মন জয় করে নিয়েছেন শারাপোভা[/caption] এর আগে গত শুক্রবার তিয়ানজিন ওপেনের নারী এককের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের টেনিস তারকা স্টিফেনে ভোগেলেকে ৬-৩, ৬-১ সেটে হারিয়ে সেমিতে খেলা নিশ্চিত করেছিলেন শারাপোভা। সেমির লড়াইয়ে চীনের পেং সুয়াইয়ের বিপক্ষে জিততে পারলেই বহুদিন পর কোনো টেনিস টুর্নামেন্টের ফাইনালে খেলার সুযোগ পাবেন এমন লক্ষ্যকে সামনে রেখে শনিবার কোর্টে নেমেছিলের তিনি। তবে সেমিফাইনালের লড়াইয়ে নামার আগে শারাপোভার জন্য চিন্তার কারণ ছিল পেং সুয়াই এবং তার বর্তমান র‌্যাংকিং। বর্তমানে র‌্যাংকিংয়ের ৮৬ নম্বরে অবস্থান করছেন শারাপোভা, যেখানে বর্তমান র‌্যাংকিংয়ে চীনের টেনিস তারকা পেং সুয়াইয়ের অবস্থান ২৫। [caption id="attachment_3542" align="aligncenter" width="950"] রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা[/caption] তবে শারাপোভাকে আত্মবিশ্বাস জোগানোর জন্য ছিল তার সাম্প্রতিক পারফরমেন্স। গত মাসে ইনজুরি এবং নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফেরার পর থেকে দুর্দান্ত খেলছেন এ রাশিয়ান টেনিস তারকা। কালকের সেমির আগে সবার ধারণা ছিল তিয়ানজিন ওপেনের সেমিফাইনালে শারাপোভা এবং পেং সুয়াইয়ের মধ্যে দারুণ রোমাঞ্চকর এক টেনিস লড়াই অনুষ্ঠিত হবে। কিন্তু ভক্তদের নিরাশ করেছেন চীনের টেনিস তারকা পেং সুয়াই। এদিন জনপ্রিয় রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভার সামনে দাঁড়াতেই পারেননি তিনি। তবে শারাপোভার এমন দুর্দান্ত পারফরমেন্স মুগ্ধ করেছে তার ভক্তদের। এখন দেখার পালা ফাইনালে বেলারুশের টেনিস তারকা অ্যারাইনা সাবালেনকার বিপক্ষে কেমন খেলেন রাশিয়ান সুন্দরী। ফাইনালে অ্যারাইনাকে হারাতে পারলে অনেক দিন পর কোনো টেনিস টুর্নামেন্টে শিরোপা জেতার স্বাদ পাবেন মারিয়া শারাপোভা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App