×

রাজনীতি

আগামীকাল ইসির সঙ্গে সংলাপে বসছে বিএনপি

Icon

এন রায় রাজা

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৭, ০৭:১৯ পিএম

আগামীকাল রোববার সকাল ১১ টায় নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসবে দেশের সর্ববৃহৎ বিরোধীদল বিএনপি। এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে ইসিসহ সংশ্লিষ্টরা। বিশেষ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দেশের বাইরে, তার বিরুদ্ধে ৩টি গ্রেপ্তারী পরোয়ানা জারী রয়েছে- এ নিয়ে দল ও রাজনৈতিক মহলে অনেক জল্পনা কল্পনার মধ্যে দলটির এ সংলাপে অংশ নেয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের উপর অস্থাহীনতা প্রকাশ, দলটি ২০১৪ সালে নির্বাচনে অংশ না নেয়া, জাতীয় সংসদে প্রতিনিধিত্বহীনতা, নতুন ইসি গঠনের পরে এ সাংবিধানিক প্রতিষ্ঠানের উপর অনাস্থা প্রকাশ করে দলটি। তারা বহুবার ইসিকে সরকারের আজ্ঞাবাহী, নতজানু ইত্যাদি ভাষায় আক্রমণ করেছে। সেই অবস্থান থেকে সরে এসে কাল সংলাপে অংশ নিয়ে কে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত কমিশনের উপর আস্থাশীলতার প্রকাশ বলে মনে করছেন অনেকে। সংশ্লিষ্টরা মনে করছেন- অবশেষে নানা গুঞ্জনের পর ইসি আয়োজিত সংলাপে বিএনপির অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত হল। দলটি সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৭ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেবে। শনিবার বিকেলে ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান বলেন, ওই প্রতিনিধি দলে বিএনপি শীর্ষস্থানীয় মুখপাত্রের সকলেই আছেন বলে জানান হয়েছে। তারা প্রতিনিধি দলের একটি লিস্টও ইসিতে পাঠিয়েছে। সুতরাং বিএনপি সংলাপে অংশ নিচ্ছে এতে কোন সংশয় নেই। গত কয়েকদিন ধরেই বিভিন্ন মহলে আলোচনা চলছিলো নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বিএনপি বসবে কিনা। তবে এই আলোচনায় শনিবার সকালে পানি ঢেলে দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি সিদ্ধেশ্বরী গার্লস স্কুল এন্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন করতে গিয়ে বিএনপি সংলাপ ও নির্বাচনে আসবে বলে জোর আশাবাদ ব্যক্ত করেন। এদিকে এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই ইসি সূত্রে জানা গেছে, দলটির ১৭ সদস্যের একটি তালিকা দিয়ে সংলাপে অংশ নেবে বলে ইসিকে জানিয়েছে। কাল রোববার বেলা ১১টায় বিএনপিকে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ আগেই চিঠি দিয়েছিলেন। এর আগে ১২ অক্টোবর বিএনপিকে সংলাপে আমন্ত্রণ জানায় ইসি। কিন্তু দলটির পক্ষ থেকে ৩ দিন পরে ১৫ অক্টোবর সময় দেবার জন্য অনুরোধ করা হয়। এবিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম বলেন, তাদের প্রস্তাব হবে সামগ্রিক ( ভেরি কমপ্রিহেনসিভ)। কমিশনে লিখিত আকারে তা উপস্থাপন করা হবে। তিনি বলেন, প্রস্তাবে সংসদ বিলুপ্ত করে নির্বাচন করার কথা থাকবে। থাকবে সহায়ক সরকার ও সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামানো। এ ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসনের করণীয়, নির্বাচনী আইন সংস্কার, ভোট দেওয়ার কিছু নিয়ম পরিবর্তন, পর্যবেক্ষকদের জন্য নীতিমালা সংশোধনসহ ১২-১৫টি প্রস্তাব থাকবে। আরপিওর কোথায় সমস্যা আছে সেটা বলব। ভোট প্রদানের ক্ষেত্রে কী কী নিয়ম চালু করা উচিত, অবজারভারদের (পর্যবেক্ষক) ক্ষেত্রে কী কী নিয়ম থাকা উচিত- ডিটেলস আমাদের প্রস্তাবনায় থাকবে। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমরা ইসির সংলাপে কিছু প্রস্তাব দেব, যে প্রস্তাবগুলো একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিশ্চিতভাবে মাইল ফলক। কেননা, আমাদের প্রস্তাবণার মধ্যে নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচনের জন্যসব কিছুই থাকবে। অনেক দল অনেক প্রস্তাব দিয়েছেন, আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য সামগ্রিক বিষয়ে প্রস্তাব দেব। জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সংলাপে অংশ নিতে পারেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাবেক সচিব আবদুল হালিম, ক্যাপ্টেন সুজাউদ্দিন, সাবেক শিক্ষক ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ প্রমূখ। আগামী ১৮ অক্টোবর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সংলাপ হবে ইসির।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App