×

জাতীয়

৩০ কার্যদিবসে ষোড়শ সংশোধনীর রায় রিভিউয়ের পিটিশন: আনিসুল হক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৭, ০৫:৫০ পিএম

ষোড়শ সংশোধনীর রায় পুনর্বিবেচনার (রিভিউ) পিটিশন আগামী ৩০ কার্যদিবসে মধ্যে দাখিল করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আইন মন্ত্রণালয় ও আইএফসির সঙ্গে সহযোগিতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, ষোড়শ সংশোধনী নিয়ে আপিলের রায়ের কপি পাওয়া গেছে। গত পরশু রায়ের কপি হাতে এসেছে। বিষয়টি নিয়ে পর্যালোচনা করা হচ্ছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে রিভিউ পিটিশন দাখিল করা হবে। আনিসুল হক বলেন, ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়টি বেশ বড়। এ সময়ের মধ্যে দাখিল করা গেলে তার কারণ উল্লেখ করে পিটিশন দাখিল করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App