×

রাজনীতি

জামায়াতের হরতালে অবশেষে বিএনপির সমর্থন

Icon

খোন্দকার কাওছার হোসেন

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৭, ১১:৩৩ এএম

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি শুরুর চার ঘণ্টা পর সমর্থন জানালো বিএনপি।
বৃহস্পতিবার সকালে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকাল-সন্ধ্যা হরতাল। এই হরতাল তারা ডেকেছে তাদের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে, তাদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে যে রিমান্ডে নেয়া হলো তার প্রতিবাদে। আমি দলের পক্ষ থেকে জানাতে চাই, জামায়াতে ইসলামীর এই সকাল-সন্ধ্যা হরতালকে সমর্থন জানাচ্ছে বিএনপি।’ রিজভী বলেন, ‘এটা আমাদের দলের সমর্থন জানানোর সিদ্ধান্তটাই আমি জানালাম। আমি গতকালকে বলেছিলাম যে আমরা সমর্থন জানাবো কি জানাবো না তার কোনো নির্দেশনা নেই। এখন আমার নির্দেশনা আছে যে দলের পক্ষ থেকে তাদের (জামায়াত) হরতালকে পূর্ণ সমর্থন জানাচ্ছে।’ ২০ দলীয় জোট জামায়াতের হরতাল কর্মসূচিকে সমর্থন জানাচ্ছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সেটা ২০ দলীয় জোটের ব্যাপার। বিএনপি জামায়াতের হরতালকে সমর্থন দিচ্ছে।’ সোমবার গ্রেপ্তারের পর জামায়াত আমির মকবুল আহমাদ, নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার এবং সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানসহ আটজনের গ্রেপ্তারের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী। জামায়াতের এই শীর্ষ নেতারা বর্তমানে ৫ দিনের রিমান্ডে রয়েছে। দলটির ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করেন বলে দলের প্রচার বিভাগের পক্ষে এম আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। পুলিশ বলছে, ‘রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির পাঁয়তারার লক্ষ্যে গোপন বৈঠক’ করার সময় ঢাকার উত্তরার একটি বাড়ি থেকে জামায়াত নেতাদের আটক করা হয়। বিবৃতিতে মুজিবুর বলেন, ‘দলের আমিরসহ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা দিয়ে প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে নেয়ার প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে আগামী ১২ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করছি।’ রিজভী বলেন, ‘বিরোধী রাজনৈতিক শক্তির কোনো কর্মসূচি যাতে পালিত না হয় সেজন্য ভয় দেখানোর জন্য, একটা শঙ্কা তৈরি করার জন্য জনগণের মধ্যে তারই অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমিরসহ নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের এখন রিমান্ডে নেয়া হয়েছে।’ জামায়াত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা পরিকল্পিত দাবি করে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ পরিকল্পিত মামলা। উত্তরার বাসা থেকে হঠাৎ করে গ্রেপ্তার করা হলো অথচ মামলা দেয়া হয়েছে কদমতলী থানায়। এ থেকে বুঝা যায় এটা পরিকল্পিতভাবে মামলা দেয়া হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। উদ্দেশ্য একটাই, বিরোধী রাজনৈতিক দল ও ২০ দলীয় জোট কোনো কর্মসূচি যাতে পালন না করে।’
  • সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App