×

রাজনীতি

জামায়াত হরতাল ডেকে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে : সেতুমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৭, ০৫:৫৪ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যুদ্ধাপরাধীদের দল জামায়াতের আহুত হরতাল জনগণ প্রত্যাখান করেছে। তারা হরতাল ডেকে ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে। কোথাও কোনো হরতালের চিহ্ন মাত্র নেই। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারে চার কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য সড়ক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক অধিকার আদায়ের রাজনৈতিক হাতিয়ার হরতালকে জামায়াত-বিএনপি ভোতা বানিয়েছে। তাই তাদের ডাকে জনগণ আর সাড়া দেয় না। এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন, পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী রানা প্রিয় বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধরণ সম্পাদক মুজিবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App