×

খেলা

একই মঞ্চে শচিন-মিতালি

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ১২ অক্টোবর ২০১৭, ১১:৩৭ পিএম

দুজনই ভারতের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের তালিকায় আছেন। তবে একজন পুরুষ ক্রিকেটে, অন্যজন নারী ক্রিকেটে। বলছি সাবেক ভারতীয় ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার এবং বর্তমানে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের কথা। বৃহস্পতিবার এই দুই ক্রিকেট গ্রেট উপস্থিত ছিলেন একটি অনুষ্ঠানে। ভারতের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত এক অনুষ্ঠানে অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন টেন্ডুলকার এবং মিতালি রাজ। এই অনুষ্ঠানে ভারতের উন্নয়নে নারীদের ক্ষমতায়ন এবং উন্নয়নের মূল বিষয়গুলোর সঙ্গে নারীদের সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। [caption id="attachment_3134" align="aligncenter" width="640"] শচিন-মিতালি[/caption] অনুষ্ঠানে বিশ্বের সর্বকালের সেরা ব্যাটসম্যান শচিন টেন্ডুলকার তার বক্তৃতায় বলেন, শুধু ভারতের নয়, যে কোনো দেশের উন্নয়নের জন্য নারীদের ভূমিকা জরুরি। কেননা দেশের মোট জনসংখ্যার অর্ধেক যেখানে নারী সেখানে এদের বাদ রেখে কোনো দেশের পক্ষে তার কাক্সিক্ষত উন্নতি অর্জন করা সম্ভব নয়। এ ছাড়া তিনি আরো বলেন, উন্নয়নের সঙ্গে নারীদের সম্পৃক্ত করার জন্য তাদের ক্ষমতায়নের বিষয়টি নিশ্চিত করতে হবে। আর এ জন্য প্রয়োজন নারী মুক্তি। কেননা নারীদের স্বাধীনতা এবং মুক্তি নিশ্চিত না হলে তাদের ক্ষমতায়ন করা অসম্ভব। সমাজে বিদ্যমান জেন্ডার বৈষম্যের দিকটিও এদিন তার বক্তব্যে তুলে ধরেন টেন্ডুলকার। এ বিষয়ে তিনি বলেন, আমাদের সমাজে এখনো নারী-পুরুষের মধ্যে যথেষ্ট বৈষম্য বিরাজ করছে। সংবিধান অনুযায়ী সবার সমান অধিকার নিশ্চিত করার জন্য নারী এবং পুরুষের মধ্যে বিদ্যমান সব বৈষম্য দূর করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তার বক্তব্যের শেষে তিনি নারীর ক্ষমতায়নের জন্য খেলাধুলার গুরুত্বের কথা উল্লেখ করেন। এ ছাড়া এদিন অনুষ্ঠানে উপস্থিত ভারতের নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজও নারীর শোচনীয় অবস্থার পরিবর্তনের জন্য নারী-পুরুষের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার কথা উল্লেখ করে নারীর ক্ষমতায়নের জন্য খেলাধুলা কীভাবে প্রভাব রাখতে পারে সে বিষয়ে তার মতামত তুলে ধরেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App