×

অর্থনীতি

স্টাইলক্রাফটের ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৭, ১২:৩৫ পিএম

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফটের পরিচালনা পর্ষদ ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় অভিহিত মূল্যের তুলনায় ৯০ শতাংশ (১০ শতাংশ নগদ ও ৮০ শতাংশ বোনাস শেয়ার) লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তবে এই লভ্যাংশ কোম্পানিটির মুনাফার মাত্র ১৭ শতাংশ, যার বাকি ৮৩ শতাংশই রিজার্ভে যাচ্ছে। কোম্পানিটির ২০১৬-১৭ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫২.৪৭ টাকা। এর বিপরীতে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৯০ শতাংশ হারে প্রতিটি শেয়ারে ৯ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এ হিসাবে মুনাফার ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যাতে বাকি প্রতিটি শেয়ারে ৪৩.৪৭ টাকা বা ৮৩ শতাংশ রিজার্ভে যোগ হবে। ৫৫ লাখ টাকার পরিশোধিত মূলধনের স্টাইলক্রাফটে ২৫ কোটি ৯১ লাখ টাকার রিজার্ভ রয়েছে। যা ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় মুনাফার কম লভ্যাংশ ঘোষণা করায় এর পরিমাণ আরও ২ কোটি ৩৯ লাখ টাকা বাড়বে। ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি নিয়মিতভাবে নগদ লভ্যাংশ দিয়ে আসছিল। তবে ২০১৬-১৭ অর্থবছরের ব্যবসায় বোনাস শেয়ার ঘোষণায় কোম্পানিটির শেয়ারে ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App