×

জাতীয়

নড়িয়ায় গণডাকাতি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটপাট

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৭, ১০:১৩ পিএম

শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদীরপাড় সংলগ্ন ঈশ্বরকাঠি গ্রামে অস্ত্রের মুখে জিম্মি করে এক রাতে ৫ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা ৫টি বাড়ি থেকে প্রায় ৩ লাখ টাকা, ৫০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৩টি মোবাইল ফোন লুটপাট করে। ডাকাতদের ছোড়া ককটেলের আঘাতে ৩ জন আহত হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ডাকাতদের শনাক্ত করার চেষ্টা ও মামলার প্রস্তুতি চলছে। জানা গেছে, আজ মঙ্গলবার রাত পৌনে ২টার সময় শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পদ্মা নদীরপাড় সংলগ্ন ঈশ্বরকাঠি গ্রামে ৪০-৫০ জন মুখোশধারী সশস্ত্র ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। প্রথমে কাসেম মাদবরের ঘরের দরজা ভেঙে প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এ সময় কাসেম মাতবর বাড়িতে না থাকায় তাকে প্রতিটি ঘরে খোঁজাখুঁজি করে ডাকাতরা। একইভাবে পার্শ¦বর্তী মনির মাতবর, ইউনুছ মাতবর, সোবহান মাতবর, লতিফ মাতবর ও মোহাম্মদ আলী মাতবরের ঘরে প্রবেশ করে ডাকাতির ঘটনা ঘটায়। এ সময় ডাকাতদল ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ইউনুছ মাতবরের স্ত্রী পেছনের জানালা দিয়ে বের হয়ে পাশের সায়েদ বেপারিকে বিষয়টি জানান। পরে তারা মোবাইল ফোনের মাধ্যমে পার্শ্ববর্তী গ্রামের লোকজনকে খবর দেয়। গ্রামবাসী মসজিদের মাইকে ঘোষণা দিলে স্থানীয় লোকজন চিৎকার দিয়ে এগিয়ে গেলে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়তে ছুড়তে স্পিড বোডে করে পালিয়ে যায়। এ সময় ডাকাতদের ছোড়া ককটেল বোমার স্প্লিন্টারের আঘাতে বিমলা বেগম, মাস্টার হামিদ ফকির ও মামুন মাতবর আহত হয়। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়। এর আগে ডাকাতদল কাসেম মাতবরের ঘর থেকে ১ লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালঙ্কার, ইউনুছ মাতবরের ঘর থেকে ১ লাখ ২৩ হাজার টাকা, ১৩ ভরি স্বর্ণালঙ্কার, ৬টি মোবাইল, মান্নান মাতবরের ঘর থেকে ৮০ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালঙ্কার, ৭টি মোবাইল, লতিফ মাতবরের ঘর থেকে ১১ ভরি স্বর্ণালঙ্কার ও মোহাম্মদ আলী মাতবরের ঘর থেকে ২ ভরি স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত কাসেম মাতবর বলেন, রাত পৌনে ২টার দিকে সশস্ত্র একদল ডাকাত আমাদের ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ডাকাতি করে। ডাকাতদের গুলি ও ককটেলের আঘাতে ৩ জন আহত হয়। নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, নৌপথে একদল ডাকাত এসে ৪-৫টি বাড়িতে ডাকাতি করে নগদ টাকা ও বেশ কিছু স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে একটি ককটেল উদ্ধার করি। এ ঘটনায় মামলার প্রস্তুতি ও ডাকাতদরে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App