×

খেলা

টেস্টে অনন্য এক বিশ্বরেকর্ড গড়লেন ইয়াসির শাহ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৭, ০৬:৩৮ পিএম

টেস্ট ক্রিকেটের ইতিহাসে অনন্য এক বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াসির শাহ। দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বল হাতে ১৮৪ রানে ৬ উইকেট নেন ইয়াসির। এই নিয়ে ৫ টেস্টেই ৫ বা ততোধিক উইকেট শিকার করলেন তিনি। এর আগে কখনোই কোনো স্পিনার এমন কীর্তি গড়তে পারেননি।

সব ধরনের বোলারদের মধ্যে চতুর্থ ক্রিকেটার হিসেবে টানা ৫ টেস্টে ৫ বা ততোধিক উইকেট শিকার করলেন ইয়াসির। আগের তিনজনই পেসার। তারা হলেন ইংল্যান্ডের সিডনি বার্নস, অস্ট্রেলিয়ার চার্লি টার্নার ও ইংল্যান্ডের অ্যালেক বেডসার। তিন পেসারের ভিড়ে এখন একমাত্র স্পিনার ইয়াসির।

চলতি বছরের এপ্রিলে কিংস্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ৬৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন ইয়াসির। এরপর ক্যারিবীয়দের বিপক্ষে ব্রিজটাউন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট এবং ঐ সফরে রোসিউ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবি টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন ইয়াসির।

এবার দুবাই টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App