×

রাজধানী

কাপড়ের রোলের ভেতর থেকে ৭ কেজি স্বর্ণ জব্দ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৭, ০৫:৫১ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি কাপড়ের রোলের ভেতর থেকে সাত কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, শনিবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের (এসকিউ ৪৪৬) ফ্লাইটে একটি তৈরি পোশাক কারখানার নামে আমদানি করা ৪ রোল (২২ কেজি) একটি কাপড়ের চালান আসে। গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে ওই বিমানের মালামাল খালাস করার সময় পোশাক কারখানার জন্য আমদানি করা কালো রঙের কাপড়ের একটি রোল তল্লাশি করা হয়। এসময় ওই রোলের ভেতর সাতটি স্বর্ণের বার খুঁজে পান শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, সিঙ্গাপুর থেকে রবিন নামে এক ব্যক্তি চালানটি ঢাকায় পাঠায়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জব্দকৃত ৭টি স্বর্ণের বারের প্রতিটির ওজন এক কেজি। আটককৃত স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App