×

রাজনীতি

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে: মেনন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৭, ০৭:৩৪ পিএম

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছে।’ রোহিঙ্গা সংকট সম্পর্কে প্রধানমন্ত্রী জাতিসংঘে যে পাঁচদফা প্রস্তাব তুলে ধরেছেন তার মধ্যেই এ সংকটের সমাধান নিহিত আছে উল্লেখ করে মেনন বলেন, তার এই প্রস্তাব বিশ্বে সমাদৃত হয়েছে। এর ফলে সারা বিশ্বে সৃষ্ট জনমতের পরিপ্রেক্ষিতে মিয়ানমারকে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় বসতে বাধ্য করেছে। আজ শনিবার রাজধানীর পল্টনস্থ ফেনী সমিতি মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় বর্ধিত সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। রাশেদ খান মেনন দুঃখ প্রকাশ করে বলেন, বিএনপি ও তার মিত্র মৌলবাদী দলগুলো এবং বামপন্থী দলগুলোর অনেকেই একইভাবে রোহিঙ্গা সংকটকে নিয়ে সরকার ও মিত্র দেশগুলোর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থেই এ ধরনের বিভ্রান্তি না ছড়িয়ে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App