×

আন্তর্জাতিক

মধ্য আমেরিকায় ঝড়ে ২০ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৭, ১২:১২ পিএম

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ন্যাটের আঘাতে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাসে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২০ জন। ঝড়টি এখন যুক্তরাষ্ট্রের উত্তর দিকে ধাবিত হচ্ছে। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মধ্য আমেরিকার দেশগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ঝড়ের কারণে সৃষ্ট ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও বন্যা শুরু হয়েছে। এতে বাড়িঘর, রাস্তাঘাট ও সেতু বন্ধ হয়ে গেছে। কোস্টারিকার প্রায় চার লাখ বাসিন্দা বিশুদ্ধ পানির সঙ্কটে ভুগছে। হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্র রাত পার করছে। সেখানে প্রাণ গেছে অন্তত ছয়জনের। আর নিকারাগুয়ায় ১১ জন ও হন্ডুরাসে আরো তিনজনের প্রাণ গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App